ছবির পরিচালক সন্দীপ ভাঙ্গা, যিনি তেলুগু ভার্সনের পরিচালনাও করেছিলেন। এক মেডিকেল পড়ুয়া তাঁর জুনিয়রের প্রেমে পড়ে, এই নিয়েই গল্প এগোবে এই ছবির। টি সিরিজ ও সিনে ওয়ান স্টুডিয়োজ প্রযোজিত এই ছবির শুটিং হবে মুম্বই, দিল্লি ও মুসৌরিতে। চারটে আলাদা লুকে দেখা যাবে শাহিদ কাপুরকে।
আগেই সংবাদ সংস্থা পিটিআইকে শাহিদ জানান, “মূল ছবিটা দেখে আমি অভিভূত হয়েছিলাম। প্রথমবারই ছবিটা এত ভাল হয়েছে, দ্বিতীয়বারে আমি কতটা করতে পারব জানিনা। তবে চেষ্টা করব। এটা অত্যন্ত ভাল সুযোগ।” তিনি আরও বলেন, “অর্জুন রেড্ডির চরিত্রের মানসিক বৃত্তটা ভীষণ পছন্দের আমার। বিজয় দেবেরাকোণ্ডা দক্ষিণী ছবিতে এই চরিত্রটা করেছে। অসাধারণ করেছে। বিজয় সৎ ও সহজভাবে চরিত্রটার চিত্রায়ণ করেছে পর্দায়।” এটা ছাড়াও পরিচালক রাজা কৃষ্ণা মেননের নতুন ছবিতে কাজ করছেন শাহিদ। সেখানে তাঁকে দেখা যেতে পারে বক্সারের ভূমিকায়।
Read the full story in English