বদ অভ্যাস ছাড়তে ঠিক কতদিন সময় লাগে? সামনে যদি এমন কেউ থাকে যার জন্য সবকিছু করা যায়। তবে, একেবারেই এক মুহূর্ত ভাবনা চিন্তা দরকার পরে না। অন্তত, শাহিদ কাপুরের ক্ষেত্রে সেরকম কিছুই হয়েছিল।
Advertisment
অর্থাৎ? একসময় নেশা, সিগারেটে ডুবে থাকতেন শাহিদ। একটার পর একটা সিগারেট ধরিয়ে বসে থাকতেন। কিন্তু, মেয়ের জন্যই জীবনে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন শাহিদ। তাঁর মুখের দিকে তাকিয়েই নেশা ভান থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা সেই বিষয়েই জানিয়েছেন।
বিয়ের কয়েকমাসের মধ্যেই সন্তানের বাবা হন শাহিদ। মেয়ে মিশা আসেন তাঁর জীবনে। ঠিক তাঁর পরপরই অভিনেতার মনে হয় এই কাজটা ভুল। মেয়ের জন্য তাঁকে বন্ধ করে দিতে হবে লুকিয়ে লুকিয়ে ধোঁয়া সেবন করা। নেহার এক সাক্ষাৎকারে তিনি বললেন..
"আগে যখন আমি লুকিয়ে লুকিয়ে ধোঁয়া সেবন করতাম তখন মেয়ে খুব ছোট। আর মেয়ের থেকে লোকাতে লোকাতে একদিন মনে হল যে আর না। এবার এই জিনিসটা বন্ধ করতে হবে। সেদিন সিগারেট হাতে নিয়েই পণ করেছিলাম যে এটা কোনোমতেই সারাজীবনের জন্য সম্ভব না। সেদিন থেকেই ছেড়ে দিলাম।"
এমন কাজ তিনি করতেই চাইতেন না, যাতে মেয়ের থেকে লুকিয়ে করতে হয়। ধীরে ধীরে বড় হচ্ছিল মেয়ে। এসব আর কতদিন চলবে? ভাবতে ভাবতেই যেন সিদ্ধান্ত নিয়ে নিলেন। উল্লেখ্য, মেয়ের পর এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। সম্প্রতি, কৃতি স্যাননের সঙ্গে 'তেরি বাতো মে আইসা উলঝা জিয়া' ছবিতে তাঁকে দেখা গিয়েছে।