/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/shahid.jpg)
Shahid Kapoor Trolled: ভয়ঙ্কর ফ্যাসাদে শাহিদ
আদব কায়দা ভুলে গিয়েছেন নাকি? নাকি এটা শিখে বড় হননি? রাজার সামনে কীভাবে দাঁড়াতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে? ভয়ঙ্কর ট্রোল হলেন শাহিদ কাপুর ( Shahid Kapoor )।
ভুটানে ঘুরতে গিয়েই চরম ফ্যাসাদে বলিউড অভিনেতা। কেন? সব জায়গায় ফিল্মি কায়দা চলে না। নির্দিষ্ট সম্মান এবং ভদ্রতা টুকু শিখতে হয়...মন্তব্য শোনা গেল এমনই। ভুটান, যেখানে আজও রাজতন্ত্র। হিস মেজেস্টি এবং তাঁর রাজ-পরিবারের ( Bhutan king- His Majesty ) সকলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যত কান্ড ঘটল সেখানেই। নিয়ম অনুযায়ী, রাজার সামনে দাঁড়াতে গেলে বেশ কিছু প্রটোকল থাকে।
আর সেই নিয়ম ভেঙেছেন শাহিদ এবং তাঁর ভাই ঈশান ( Ishaan Khatter )। ভুটানের রাজার সামনে দাঁড়িয়ে পকেটে এক হাত, অন্য হাত পাশে দোলাচ্ছেন। পাশে দাঁড়িয়ে শাহিদের স্ত্রী মীরা রাজপুত। তাঁর আচরণে কোনও খামতি নেই। কিন্তু শাহিদ কেন এরকম? ভুটানে মনোমুগ্ধকর পরিবেশ, সেই দৃশ্য উপভোগ করতে গিয়েই কটাক্ষের শিকার তিনি। স্বামীর অঙ্গভঙ্গিতে মীরাকেও শুনতে হল কথা।
আরও পড়ুন - Deepika Padukone B’day: বাড়িতে কেউ পাত্তা দেয় না, জন্মদিনে মা হওয়ার সুপ্ত বাসনা দীপিকার!
রাজার সঙ্গে সাক্ষাৎ মানে সহজ কথা নয়! এই সুযোগ সবাই পায় না। কিন্তু, শাহিদ পেয়েও সেটির সঠিক প্রয়োগ করতে পারলেন না। আর সেই কারণেই তাঁকে হতে হল ট্রোল। মীরা ( Mira Rajput ), নিজের কৃতজ্ঞতা জানালেন রাণীকে। আর শাহিদ?
উর্তা পঞ্জাব ছবির নায়ককে বেশিরভাগ বললেন, আপনারা শিখে আসেননি? রাজার সামনে কীভাবে দাঁড়াতে হয়? এভাবে পকেটে হাত দিয়ে কেউ দাঁড়ায়? এটা তো বেসিক জিনিস। আবার কেউ বললেন, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন না? রাজা এবং রাণীকে সম্মান জানাতে হয়। আবার কারওর কথায়, এগুলো দুঃখজনক। মেনে নেওয়া যায় না। অনেকেই আবার মীরাকে সাধুবাদ জানালেন। বললেন, একমাত্র আপনিই সঠিকভাবে দাঁড়িয়ে রয়েছেন। এটা ভাল লাগল।