scorecardresearch

বড় খবর

এবারের জুটি শাহিদ কাপুর ও ঈশান খট্টর

এই পঞ্চম বার কফি উইথ করণে আসছেন শাহিদ কাপুর, তবে প্রথমবার পা রাখবেন ঈশান খট্টর।

এবারের জুটি শাহিদ কাপুর ও ঈশান খট্টর
কফির আড্ডায় শাহিদ কাপুর ও ইশান খট্টর

দাদা-বোনের জুটির পর, এবার দাদা-ভাই ডুয়োকে কফির আড্ডায় নিয়ে আসছেন করণ জোহর। ইনস্টাগ্রামে নিজেই শুটের ছবি পোস্ট করেছেন পরিচালক। কফির আড্ডায় শাহিদ কাপুর ও  ঈশান খট্টর। এই পঞ্চম বার কফি উইথ করণে আসছেন শাহিদ কাপুর, তবে প্রথমবার পা রাখবেন  ঈশান খট্টর।

 

View this post on Instagram

 

Brothers in arms! #koffeewithkaran @shahidkapoor @ishaan95 ???? @houseofpixels @starworldindia @hotstar

A post shared by Karan Johar (@karanjohar) on

এর আগে এষা দেওল, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা ও আগের সিজনে মীরা রাজপুতের সঙ্গে এসেছিলেন হায়দার অভিনেতা। অন্যদিকে, মাজিদ মাজিদির ছবি বেয়ন্ড দ্য ক্লাউড দিয়েই অভিনয় জীবনে অভিষেক  ঈশানের। পরে করণ জোহরের প্রযোজনায় জাহ্নবী কাপুরের বিপরীতে দেখা গিয়েছে ধড়ক ছবিতে।

আরও পড়ুন, এথনিক থেকে ওয়েস্টার্ন আউটফিটে সেলেব মহল, দেখুন ফোটো গ্যালারি

 

View this post on Instagram

 

Baby boy I always got your back.

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

চ্যাট শোয়ে তিনি যে আসছেন, তা নিশ্চিত করেছেন ঈশান। তিনি বলেছিলেন, ”হ্যাঁ! শাহিদ কাপুরের সঙ্গে কফির আড্ডায় আসছি আমি। ভীষণ উত্তেজিত সেটা নিয়ে। আরে হ্যাম্পারটা দেখেছেন, কি লোভনীয়”? এমনকি শোয়ে এসে নাচতে পারেন এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সামনের রবিবার কফি উইথ করণের ষষ্ঠ সিজনে আসতে চলেছেন অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর।

Read the full story in English 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shahid kapoor ishaan khatter shoot for koffee with karan season 6