/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/shahid-kapoor-kabir-singh-759.jpg)
শাহিদ কাপুরকে দেখা যাবে অর্জুন রেড্ডির হিন্দি রিমেকে।
'অর্জুন রেড্ডি', তেলুগু ব্লকবাস্টার এই ছবির হিন্দি রিমেকের নাম ঠিক হল অবশেষে। নাম দেওয়া হল 'কবীর সিং'। শাহিদ কাপুর ও কিয়ারা আদবানিকে দেখা যাবে এই ছবির মুখ্য চরিত্রে। কিছুদিন আগেই শুটিং শুরু হয়েছে এই ছবির। তেলুগু 'অর্জুন রেড্ডি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে।
ছবির নামকরণ নিয়ে সন্দীপ ভাঙ্গা বলেন, "হিন্দি ছবির চিত্রনাট্য নিয়ে যখন কাজ করতে শুরু করি, সেটা একটা রোমাঞ্চকর জার্নি ছিল। কবীর সিং, ছবির মুখ্য চরিত্রের নাম। স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রের পরিধি দেখেই নামটা ঠিক করা হয়। অর্জুন রেড্ডির মতো এই ছবিতেও কবীর সিংয়ের নামে একটা পাঞ্চ রয়েছে।"
আরও পড়ুন, আমির খান, রাধিকা আপ্তেদের উপস্থিতিতে উদ্বোধন হল মামি চলচ্চিত্র উৎসবের
এই আধুনিক দেবদাসের মেকওভার ছবিটি দেশ জুড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে। ছবির কেন্দ্রীয় চরিত্র একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর আত্মধ্বংসের পথে চলতে থাকেন। ‘অর্জুন রেড্ডি’ ছবিটি প্রশংসা কুড়িয়েছিল ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলিরও।
শাহিদ কাপুর নিজেই টুইট করেছেন ছবির টাইটেল কার্ড। কিয়ারা আদবানিও ছবির পোস্টার শেয়ার করেছেন-
#ArjunReddy was loved and appreciated now it is time for #KabirSingh! Get reddy to see him in 2019.????@Advani_Kiara@imvangasandeep@itsBhushanKumar@MuradKhetani#KrishanKumar@ashwinvarde@Tseries@Cine1Studios@KabirSinghMoviepic.twitter.com/WINiYR8875
— Shahid Kapoor (@shahidkapoor) October 26, 2018
কবীর সিং টি সিরিজ ও সিনে ওয়ান প্রোডাকশনের ছবি। মুম্বই, দিল্লি ও মুসৌরিতে শুটিং হবে এই ছবির। ছবিতে বিভিন্ন লুকে দেখা মিলবে শাহিদ কাপুরের। পরিচালক সন্দীপ ভাঙ্গা প্রকাশ করলেন, ''এখন পুরোদমে সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ চলছে। কবীর সিংকে অন্য ধাপে নিয়ে যাওয়ার চেষ্টা মাত্র''।
ঊর্বশী ঊর্বশী- সিঙ্গেলসে সম্প্রতি দেখা গেছে শাহিদ কাপুর ও কিয়ারা আদবানিকে
Read the full story in English