অভিনয়ের প্রতি প্যাশনই শাহিদ কাপুরকে পারফর্মারে পরিণত করেছে, কিন্তু তিনি সচেতন, জানেন বেশি ঝুঁকি নেওয়া অযৌক্তিকও বটে। তাঁর সুন্দর লুক দিয়েই দর্শকের মনের মণিকোঠায় প্রবেশ করেছেন শাহিদ - ইস্ক-ভিস্ক, বিবাহ থেকে কামিনে, হায়দার, উড়তা পঞ্জাব, ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন তিনি। তবে উড়তা পঞ্জাবের অভিনেতা বলেন, ''ক্রমাগত ঝুঁকি নিতে থাকাটা অযৌক্তিক। আলাদা আলাদা বিষয়ের ওপর কাজ করা জরুরি তেমনই নিজেকে খুঁজে পাওয়াটাও জরুরি। আজকাল দর্শক ভিন্ন স্বাদের কিছু দেখতে চান।''
তিনি আরও বলেন, ''আমি আরও উন্নতি করতে চাই, অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে চাই। নতুন গল্প বলতে চাই, বিভিন্ন ধরনের প্লট নিয়ে কাজ করাটাই উদ্দেশ্য, যেখানে সৃজনশীলতা অনেক বেশি। যদিও মেলবন্ধন করাটা শক্ত, বুঝতে পারি।" শাহিদের মতে, ''এখন আপনি এনেক বেশি নজরে আছেন, কাল পরিবর্তন হতে সময় লাগবে না। ছোটরা যারা শুরু করেছে সবে তাদের এটা নিয়ে বেশি ভয় থাকা উচিৎ। আমি ১৫ বছর ধরে এই জায়গায় রয়েছি, তাই ওভার এক্সপোজারে ভয় পাইনা''।
আরও পড়ুন, রাজকীয় বেশে সোনম, দর্শক আনন্দ
"আমি যদি মিসার ছবি না তুলি অন্য কেউ তুলবে এটাই বাস্তব। আশা করব একটা লাইন টানতে সক্ষম হব তবে, সেটা আমার অনেক আগে করা দরকার ছিল। প্রত্যেকর মানুষের একটা সময়ের পর লাইন টানাটা জরুরী," মেয়ের সম্বন্ধে মত শাহিদের। সম্প্রতি শাহিদ ও মীরা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন মীরা। আর কাজের ক্ষেত্রে সামনেই মুক্তি পাবে 'বাত্তি গুল মিটার চালু'। এছাড়াও অর্জুন রেড্ডির হিন্দি ভারসনে কাজ করছেন তিনি। আর সঙ্গে রয়েছে পরিচালক রাজা কৃষ্ণ মেননের ছবিও।