/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/aishwarya.jpg)
ঐশ্বর্যর সঙ্গে মুলাকাতের প্রথম দিন
বড়পর্দায় নামকরা অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ কি সহজেই সম্ভব? তাঁর জন্য কাঠখড় পোড়াতে হয়। কখনও ব্যকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করতে হয় আবার কখনো বিজ্ঞাপনে পার্শ্বচরিত্রে। কিন্তু শাহিদ কাপুরের ক্ষেত্রে একেবারেই সহজ ছিল প্রথম দিনের সেই অভিজ্ঞতা।
সেদিন সেটে উপস্থিত ঐশ্বর্য রাই। তাঁর সঙ্গে পারফর্ম করতে হবে শাহিদকে। সেই উত্তেজনা তো ছিলই। কিন্তু তাঁর সঙ্গে যে বিপদ ঘটেছিল, সেকথা আজও ভোলেন নি শাহিদ। তাল ছবির শুটিং করতে যাওয়ার পথেই শাহিদের গুরুতর বিপদ হয়। দুর্ঘটনার মুখ থেকে ফিরে এসেছিলেন। সেকথাই সকলের সামনে স্বীকার করেছেন শাহিদ।
আরও পড়ুন < জবাব দিয়ে দেন চিকিৎসক! ‘মৃতপ্রায়’ অমিতাভের পাশে ঠায় বসে হনুমান চলিশা পাঠ করেন জয়া >
'কহি আগ লাগে লগ জাবে' - গানে ঐশ্বর্যর সঙ্গে ড্যান্সার হিসেবে ছিলেন শাহিদ। বললেন, "আমার তো তখন আনন্দ ধরছে না যে ঐশ্বর্যর সঙ্গে নাচ করব। আমি বাইক নিয়ে যাতায়াত করতাম। হঠাৎ করেই দুর্ঘটনা হয়, আমি বাইক থেকে পড়ে যাই। তখন শুধু, আমার মাথায় ঘুরছে কী হয়ে গেল এটা? এত খারাপ আজকের দিনটা হতে পারে? এত বিরক্ত লাগছিল। হাতে পায়ে চোট পেয়েছিলাম। কিন্তু তারপর পৌঁছে যাই সেখানে।"
পরবর্তীতে বলিউডের ক্ষেত্রে বেশ লাকি প্রমাণিত হয়েছে শাহিদ। সামনের দিনে তাঁকে দেখা যাবে নানা ছবিতে। জব উই মেট ছবি দিয়েই নজরে এসেছিলেন তিনি। তরপর একের পর এক হায়দার, উর্তা পাঞ্জাব থেকে রঙ্গুন... শাহিদ ছক্কা হাকিয়েছেন কেরিয়ারে।