scorecardresearch

‘তোর এত সাহস? ওখানেই দাঁড়া…’, রাগের মাথায় তেড়ে গেলেন শাহিদ কাপুর!

ঠিক কী কারণে রেগে গেলেন শাহিদ?

shahid kapoor angry on elon mask
রেগে আগুন শাহিদ!

আবার সেই ভয়ঙ্কর অবতার। সোশ্যাল মিডিয়ায় রুদ্ধশ্বাস, কাকে তেড়ে গেলেন শাহিদ কাপুর? ঠিক যেন সেই কবীর সিং! কী এমন হল অভিনেতার?

গতকাল থেকেই টুইটারে লন্ডভন্ড বিষয়। নীল টিক হারিয়েছেন সেলেবরা। মাস প্রতি ৬৫৭ টাকা দিলে তবেই ভেরিফিকেশন আসবে এমনই বলা হয়েছে নতুন নিয়মে। আর তাতেই মাথায় সেলেবদের। হঠাৎ করেই সকাল হতে অথেনটিক চিহ্ন হাওয়া। রীতিমতো বিপদে সকলে। তারকাদের টুইটার তাও আবার ব্লু টিক ছাড়া? সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা। মিমের ছড়াছড়ি।

শাহিদ কাপুরের বাইকে চেপে প্রীতিকে বাঁচানোর সেই ছবি কারওর অজানা নয়। ভাইরাল সেই ছবি নিয়েই মিম বানিয়েছেন অনেকে। ছবির সঙ্গে লেখা, শাহিদ এলন মাস্ককে ধ্বংস করতে যাচ্ছেন, এই বার্তা নিয়ে যে ওটা ওর ব্লু টিক। এই মিম শেয়ার করেছেন শাহিদ নিজেই। হাসির ছলে তিনিও লিখলেন, “আমার ব্লু টিককে কে ধরেছে, এলন তুই ওখানেই দাঁড়া! আমি আসছি”। বলেই হেসে ফেললেন অভিনেতা।

গতকাল থেকেই এই নিয়ে শোরগোল! অমিতাভ থেকে শাহরুখ, কোনটি যে তারকাদের আসল প্রোফাইল চেনা দায়। অমিতাভ তো পায়ে ধরতে বাকি রেখেছিলেন টুইটার কর্তার। এদিকে, টাকা দিয়েও অনেকে ব্লু টিক ফেরত পান নি। কোনদিকে জল গড়ায় সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shahid kapoor shared his kabir singh meme for twitter blue tick