Advertisment

Shahid Kapoor: 'মায়ের পক্ষে দাঁড়ানোর সাহস..', অভিভাবকের বিচ্ছেদ দেখেছেন ৩ বছর বয়সে, কেন আজও নিজেকে দায়ী করেন শাহিদ?

Shahid on His Parents: সম্প্রতি স্ক্রিনের সঙ্গে কথোপকথনে শাহিদ কাপুর জানান, বাবার সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মা একা একা তাঁকে বড় করে তুলেছেন, যা তাঁকে অল্প বয়স ...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shahid for his parents

Shahid Kapoor: বাবা মায়ের বিচ্ছেদে কী হয়েছিল শাহিদের সঙ্গে?

Shahid Kapoor: ২০০৩ সালে 'ইশক ভিশক' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাহিদ কাপুর। অভিনেতা পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিম বাবা-মা হওয়া সত্ত্বেও, শাহিদ কাপুর নিজেকে একজন বহিরাগত অভিনেতা হিসাবে বিবেচনা করেন, এবং প্রথম সিনেমা পেতে তাঁকে সংগ্রাম করতে হয়েছিল। 

Advertisment

সম্প্রতি স্ক্রিনের সঙ্গে কথোপকথনে শাহিদ কাপুর জানান, বাবার সঙ্গে বিচ্ছেদের পর তাঁর মা একা একা তাঁকে বড় করে তুলেছেন, যা তাঁকে অল্প বয়স থেকেই কাজ শুরু করতে বাধ্য করেছিল। নীলিমা আজিম মাত্র ২২ বছর বয়সে শাহিদ কাপুরের জন্ম দেন। জন্মের তিন বছর পর নীলিমা ও পঙ্কজের বিবাহ বিচ্ছেদ হয়।

১৮ বছর বয়সে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করার পাশাপাশি ঐশ্বর্য রাই অভিনীত 'তাল' সহ বেশ কয়েকটি ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারেও দেখা গেছে শাহিদকে। এত অল্প বয়স থেকেই কাজের প্রতি তাঁর উত্সর্গ ভাগ করে নিয়ে শাহিদ প্রকাশ করেছিলেন, "আমি মনে করি যেহেতু আমার বাবা-মা দুজনেই দুর্দান্ত পারফর্মার ছিলেন, তাই আমি কেবল নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম এবং জীবনে উল্লেখযোগ্য কিছু করতে চেয়েছিলাম। আমি আমার জীবন নষ্ট করতে চাইনি।" 

মায়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে শাহিদ কাপুর বলেন, "আমার মা যখন আমাকে জন্ম দেন তখন তিনি বেশ ছোট ছিলেন। আমরা বন্ধুর মতো ছিলাম। মা যেখানেই যেতেন আমাকে নিয়ে যেতেন। আর আমি প্রথম আর বড় ছেলে ছিলাম, কোথাও না কোথাও নিজেকে খুব দায়ী মনে হতো। আমার ক্ষেত্রে, আমি আমার বাবার সঙ্গে বড় হইনি। অবশ্যই, সেই সময়ে, আমার কাছে দেওয়ার মতো খুব বেশি কিছু ছিল না, তবে আমি আমার মায়ের পক্ষে দাঁড়ানোর সাহস পেয়েছিলাম। আমি সবসময় আমার মায়ের প্রতি খুব প্রতিরক্ষামূলক এবং ভালবাসা অনুভব করেছি। আমাদের বন্ধনটা অন্যরকম ছিল। তিনি সবসময় আমার সাথে বন্ধুর মতো আচরণ করতেন এবং আমি মনে করি আমাদের মধ্যে এটাই সবচেয়ে ভালো ব্যাপার ছিল। আমরা সেই একই বন্ধন অব্যাহত রেখেছি।" 

Advertisment

উল্লেখ্য, তাঁর নতুন ছবি ভেদা নিয়ে বেশ আলোচনায় ছিলেন শাহিদ। এই ছবি যে কবীর সিং এর মতো নয়, সেকথাও তিনি জানিয়েছেন। 

shahid kapoor Shahid Kapoor Family bollywood actress Bollywood Actor
Advertisment