Advertisment

Shahid Kapoor: 'আমি যেন অত্যন্ত নিকৃষ্ট', পদ্মাবতের সেটে শাহিদকে 'সাইডলাইন'! অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ অভিনেতার

Shahid Padmaavat: রূপোলি পর্দার ঝাঁ চকচকে চিত্রটাই যে বাস্তব নয় সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন শাহিদ কাপুর। কী ভাবে শ্যুটিং সেটে তাঁকে অপমানিত হতে হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পদ্মাবতের সেটে শাহিদকে 'সাইডলাইন'!

পদ্মাবতের সেটে শাহিদকে 'সাইডলাইন'!

Shahid Kapoor Padmaavat Experience: এই মুহূর্তে আপকামিং মুভি 'দেবা'-র প্রচারে ব্যস্ত শাহিদ কাপুর। সিনেমার প্রচারের সঙ্গে সঙ্গে জীবনের অনেক অজানা গল্পও ভাগ করে নিচ্ছেন পর্দার কবীর সিং। অ্যাকশন প্যাকড মুভি দেবায়পুলিশ অফিসারে চরিত্রে দেখা যাবে বলিউডের এককালীন 'চকোলেট বয়' শাহিদ কাপুরকে। রাজ শামানি-র সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি নিয়ে কথা বলেন শাহিদ। সেই সঙ্গে অতীতের অনেক অজানা কাহিনিও শোনান।

Advertisment

২০১৯-এ 'কবীর সিং' মুক্তির আগে নিজেকে খুব 'নিকৃষ্ট' মনে হয়েছিল শাহিদ কাপুরের। কারও নাম না নিয়ে ২০১৮-এ সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতের সেটের একটি খারাপ অভিজ্ঞতা ভাগ করে নেন। যার জন্যই নিজের প্রতি এমন উপলব্ধি হয়েছিল শাহিদের। 

Advertisment

দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের সঙ্গে এক ছবিতে কাজ করেছিলেন শাহিদ কাপুর। রাজ শামানি-র সঙ্গে সাক্ষাৎকারে শাহিদ বলেন, 'কবীর সিংয়ের আগে ওই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল। আমার মনে হচ্ছিল আমাকে শুধু ছোট করার প্রবণতা। আমি একজন অত্যন্ত নিম্নমানের শিল্পী। আমাকে ঠিক এটাই অনুভব করানো হয়েছিল। একজন শিল্পী, একজন তারকা বা একজন সম্পূর্ণ আলাদা মানুষ হিসেবে আমাকে এমনটা ভাবতে বাধ্য করা হয়েছিল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন করানো হয়েছিল যেখানে নিজেকে নিকৃষ্ট ভাবতে বাধ্য হয়েছিলাম। কিন্তু, এটা আমি কখনই মেনে নেব না।'

অতীতের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাহিদ আরও বলেন, 'তাঁকে যেন অন্যদের সঙ্গে তুলনা করা হচ্ছিল। যেমন ওঁদের পোশাক আমার থেকে অনেক ভাল। আমি তখন কেরিয়ারে উন্নতি করার নেশায় ছুটছি। সেই সময় আমি একজন যোদ্ধা, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে লড়াই করছি। আমি যে জায়গা থেকে জার্নিটা শুরু করেছি, গত ২১ বছরে অনেক কিছু শিখেছি। অনেক কঠিন পথ আমাকে অতিক্রম করতে হবে সেটা বুঝতে পেরেছি।'

শাহিদের সঙ্গে সহমত পোষণ করেছেন পদ্মাবতের ক্রিউ মেম্বার নরেন্দ্র কুলকার্নি। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, 'এটা সত্যি। আমি পদ্মাবতে কাজ করেছি। রণবীর সেই সময় কেরিয়ারের মধ্য গগনে আর শাহিদ নিজের সেরা টুকু সকলের সামনে মেলে ধরতে চাইছেন। রণবীর সেকেণ্ডারি শটগুলো এড়িয়ে যেতেন। সেই শটগুলো তাঁর হয়ে অন্য কেউ দিতেন। শাহিদ যখন তাঁর শটগুলো দিতেন তখন যদি পরিচালককে  কিছু বলতেন তিনি শুনতেন না। বরং শাহিদকে অপমান করতেন।' লেটেস্ট সাক্ষাৎকারে একটা বিষয় স্পষ্ট পদ্মাবতের শ্যুটিং সেটে শাহিদকে 'সাইডলাইন' করা হয়েছিল। 

bollywood movie deepika padukone shahid kapoor Ranveer Singh Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple
Advertisment