Shahid Kapoor Pain Over Love Rejection: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৩১ জানুয়ারি মুক্তি পাবে শাহিদ কাপুরের পরবর্তী ছবি 'দেবা'। শেষ মুহূর্তে ছবির প্রচারে চরম ব্যস্ততা। অভিনয়ের পাশাপাশি ডান্সিং স্টাইলের জন্যও দর্শকের দরবারে পপুলার শাহিদ। মূল ধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি হায়দার, কবীর সিংয়ের মতো সিনেমাতেও ছক্কা হাঁকান শাহিদ কাপুর।
এখন 'দেবা'-র জন্য অপেক্ষায় শাহিদের অনুরাগীরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহিদের একটি ভিডিও। যেখানে 'লাভ লাইফ' নিয়ে কোনওরকম রাখঢাক না করেই খুল্লামখুল্লা কথা বলেন অভিনেতা। প্রেমে আঘাত পাওয়ার পর মনের কী অবস্থা হয়েছিল সেই কথা অকপটে বলেছেন শাহিদ। ভালবাসা থেকে ব্রেক-আপ, জেনে নিন হায়দার খ্যাত অভিনেতার জীবনের অজানা কাহিনি।
শাহিদ বলেন, ব্রেক আপের পর মনের অবস্থা একদম ভাল ছিল না। তবে ওই পরিস্থিতি থেকে জীবনের অনেক শিক্ষা পেয়েছেন অভিনেতা। 'শাহিদ কাপুর পডকাস্ট'-এ শাহিদেক কাছে প্রশ্ন, জীবনে কখনও সিরিয়াস ব্রেক-আপ হয়েছে?
উত্তরে 'দেবা'-র অভিনেতা বলেন, অবশ্যই। জীবনে অনেকবার মন ভেঙেছে। স্মৃতিচারণা করতে গিয়ে শাহিদের সংযোজন, 'যখন প্রেমে আঘাত পাবেন তখন মনটা দেখবেন একদম ভাল লাগবে না। ব্যাপারটা বেশ ভাল না? যখন কাউকে মন থেকে ভালবাসবেন আর সে আপনাকে প্রত্যাখ্যান করবে তখনই হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করতে পারবেন। ওঁদের পিছনে দৌঁড়াতে শুরু করবেন।'
শাহিদ আরও যোগ করেন, 'সেই মানুষটার পিছনে দৌঁড়াতে গিয়ে নিজের অস্তিত্বটাই ভুলে যাবেন। আত্মসম্মান সব খুঁইয়ে ফেলবেন। অনেক বছর পর মনে হবে, এটা আমি কী করেছিলাম! যখন মন ভাঙে তখন দুঃখের গান শুনতে ইচ্ছে হয়। কিন্তু, ওই সময়েই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আগামীতে কী করবেন। আর যদি তা না হয় তাহলে জানবেন আপনি একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন।' প্রেমে প্রত্যাখানই শাহিদকে অনেক কিছু শিখিয়েছে।
অভিনেতার সংযোজন, 'ব্রেক আপের পরই বুঝতে পারবেন আপনি ঠিক কী ধরনের মানুষ পছন্দ করেন। এটা বোঝাটা ভীষণ জরুরি। কাউকে ভালবাসা এক জিনিস, কিন্তু সেই মানুষটি যদি আপনার মধ্যে থাকা ভাল মানুষটিকে বের করে আনে বা খারাপ মানুষটিকে উত্তেজিত করে সেটা নিজেকে বুঝতে হবে। কারন দিনের শেষে নিজেকেই নিজের সঙ্গে থাকতে হয়।'