/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/s2-3.jpg)
সলমনকে নিয়ে কী বললেন কিং খান?
'পাঠান' প্রসঙ্গে চর্চার শেষ নেই। শাহরুখের চারবছর পর কামব্যাক, বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সমস্ত রেকর্ড ভেঙে চুরমার। কানাঘুষো শোনা যাচ্ছিল, তবে সিনেমার মধ্যেই মিলল বিরাট সারপ্রাইজ। শাহরুখের এই ছবিতে ক্যামিও করেছেন সলমন। তারপরেই ভরপুর উত্তেজনা দুই খানের ভক্তদের মধ্যে।
করণ-অর্জুন আ গেয়ে! সিনেমাহলে ভক্তদের মধ্যে এই মন্তব্যই শোনা গিয়েছে। 'টাইগার থ্রি' ছবিতে শাহরুখ থাকছেন একথাও এখন অনেকেরই জানা। ভাইজানকে নিয়ে সবসময় এক ঢোঁক জল বেশি খান শাহরুখ। তাঁকে যেমন স্নেহ করেন, তেমনই সঠিক ভুলের পার্থক্য বুঝিয়েও দেন। এবার ভাইজানকে নিয়ে এক বিরাট ব্যাখ্যা দিলেন শাহরুখ। কী বললেন অভিনেতা?
আরও পড়ুন < ‘পাঠান’-এ কোণঠাসা! তবুও দেবের ‘প্রজাপতি’ ম্যাজিকে খুলল চন্দননগরের বন্ধ হওয়া হল >
ভক্তদের প্রশ্নে নানান ধরনের জবাব দিচ্ছেন তিনি। এক ভক্ত শাহরুখকে ঠুকে বললেন, 'পাঠান' হিট করে গেছে তবে সলমনের সামনে টিকতে পারবেন না বক্স অফিসে। উত্তর? শাহরুখ এবারও বাতলে দিলেন, আসলেই তিনি কিং খান। স্নেহের সলমনকে নিয়ে কিং খান বললেন, "সলমন হল... ওই যে আজকালের বাচ্চারা কি যেন বলে? GOAT! সর্বকালের সেরা"…সলমনের দর আরও বাড়িয়ে দিলেন কিং খান, এমনই দাবি করছেন শাহরুখ ভক্তরা।
Salman bhai is…woh kya kehte hain aaj kal…young log…haan….GOAT. ( greatest of all time ) #Pathaanhttps://t.co/91HJy8UZxU
— Shah Rukh Khan (@iamsrk) January 28, 2023
ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা করতে আসেন নি একথাও আগেই জানিয়েছিলেন শাহরুখ। তবে, শাহরুখ সলমন ব্রমান্স নিয়ে চর্চা তুঙ্গে। কেউ বলছেন, "শাহরুখ সেরা"। আবার কেউ বলছেন, "লিজেন্ড আপনিই স্যার। সলমন নিজেও একথা বিশ্বাস করেন"। সামনেই রিলিজ ভাইজানের নতুন ছবি, কিসি কা ভাই, কিসি কা জানের। এখন, একটাই বক্তব্য সকলের ১০০০ কোটির ক্লাবে এই সিনেমাকে দেখতে চান তাঁরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us