scorecardresearch

মাথা গরম শাহরুখের? রুঢ় আচরণ ফ্যানের সঙ্গে! ‘বিরক্ত’ কিং খানকে নিয়ে জোর চর্চা

শাহরুখের হয়ে গলা চড়ালেন কারা?

srk, srk troll, srk pathaan, srk trolled, trolled shah rukh khan, srk fan moment, srk new video, srk life, srk success, srk pathan success, srk mobbed
শাহরুখ খান…

কিছুদিন ধরেই শিরোনামে শাহরুখ। শ্রীনগর বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির পর, আবারও মুম্বাইতে শাহরুখকে ঘিরে বিরাট ভিড়। মেজাজ হারালেন অভিনেতা?

পরনে কালো ব্লেজার এবং সুট, চোখে চশমা…শাহরুখকে দেখেই বিশাল জমায়েত। এবারও মাথা নিচু করে থাকলেও বেশিক্ষণ নিজেকে শান্ত রাখতে পারলেন না তিনি। একেই ক্যামেরার শেষ নেই, তারমধ্যে শাহরুখকে দেখে এক ভক্ত ছবি তুলতে গেলেন। আর শাহরুখ তাকে বাঁধা দিতেই হাত দিয়ে সরিয়ে দেন। তারপরই শাহরুখের আচরণ দেখে শোরগোল। অভিনেতাকে কটাক্ষ করছেন বেশিরভাগ।

তাঁদের কথায়, শাহরুখকে সুপারস্টার বানিয়েছেন যারা, তাদের সঙ্গেই এহেন আচরণ। কেবলমাত্র সেলফি তুলতে গেলেও এতটা সমস্যা! নানা কথায় বিদ্ধ করেছেন অনেকে। কিন্তু, শাহরুখ ভক্তরাই হাল ধরলেন। অভিনেতা বলে কি মানুষ নয়? তাঁর সঙ্গে ছবি তুলতে গেলে একবার তাঁর অনুমতি নেবেন না? তাঁরও সমস্যা থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে। এমনিই সবসময় তাঁর চারপাশে অগুন্তি মানুষজন…তাড়াহুড়োয় বেরিয়ে আসতে গিয়েই যে এই কান্ড ঘটিয়েছেন শাহরুখ, সেও বলাই বাহুল্য।

উল্লেখ্য, ফ্যানদের সঙ্গে সবসময়ই ভালবাসার বন্ধন তাঁর। তাদের সঙ্গে যেমন সমীহ করে কথা বলেন, তেমনই উপদেশও নেন তাঁদের থেকে। শাহরুখ অকারণে রুঢ় আচরণ করেছেন? কিন্তু, গলা চড়ালেন তাঁর ভক্তরাই। বললেন, মানুষের ব্যক্তিগত জীবনে হাত দিলে এমন তো হবেই। তিনি সুপারস্টার হলেও একজন মানুষ।

বর্তমানে শেষ করেছেন জওয়ান ছবির শুটিং। ডানকি ছবির শুটিং শেষ করেছেন কিছুদিন আগে। এখন ব্যস্ততা অন্য কাজে। পাঠান ছবির সাফল্যের পরেও তিনি এক বিন্দু বসে ছিলেন না। কাজ করতে দৌরেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shahrukh got trolled for bad behave with a fan