/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/srk-5.jpg)
শাহরুখ-সানি
অবশেষে তিনি প্রমাণ করলেন তিনি কেন কিং খান? তাই নয় কী? সবকিছুর ঊর্ধ্বে উঠে, তিনি এও জানালেন তাঁর প্রতিযোগী কেন তিনি নিজেই। আর এবার তাঁর সামনে মুখ থুবড়ে পড়ল আরেক ছবিও।
বদল ঘটিয়ে ফেললেন শাহরুখ। ফেলিওর তাঁর পছন্দ নয়। কথা রাখতে জানেন। মানুষের ওপর আস্থা রেখে কাজ করতে যানেন। তাই তো, ফের একবার তিনি জানিয়ে দিলেন তিনি কেন শ্রেষ্ঠ। শাহরুখ এবং সানি দেওল এর জোর টক্কর। দীর্ঘদিন ভাটা পড়েছিল এই বন্ধুত্বের। তবে, এবার 'গদর ২' এর সাকসেস পার্টিতে গিয়েই সবকিছু মিটিয়ে নিয়েছিলেন তিনি। শাহরুখকে জড়িয়ে ধরেন সানি।
'পাঠান' দিয়ে এবারের বলিউডের বক্স অফিস সাফল্য শুরু হলেও 'গদর ২' এর অত্যধিক সাফল্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ এমনকি বলিউড। সানি দেওল যে এতবছর পর ফিরে এভাবে কামাল করবেন অনেকেই ভাবেন নি। বিশেষ করে তারা সিং এবং সাকিনা, বেশ মন জয় করে নিয়েছিলেন। কিন্তু... এসবের পরেও সেই জিতলেন শাহরুখই।
আরও পড়ুন - যশ-মধুমিতার দুর্দান্ত কেমিস্ট্রি, হিট-জুটির নাম শুনতেই যা বললেন নুসরত
'পাঠান'কে টেক্কা দিয়েছিল গদর! মাত্র কয়েক সংখ্যার যোগ বিয়োগে পিছিয়ে ছিলেন শাহরুখ। তবে, এবার এক ছবির বদলা শাহরুখ অন্যটির মাধ্যমে নিয়ে নিলেন। সানির 'গদর ২'-কে টেক্কা দিল 'জওয়ান'। পেছনে ফেলল ভারত পাক সমস্যার ওপর নির্মিত এই ছবিকে। বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছেন...
'জওয়ান' একমাস হওয়ার আগেই ৫২৫.৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। এবং 'গদর ২'-কে ছাপিয়ে দেশের সর্বপ্রথম হিন্দি ছবি যা বৃহত্তর অঙ্কের ব্যাবসা করে ফেলেছে। কিং খানের 'জওয়ান' যে রেকর্ড ব্রেক করবেই সেকথা জানতেন অনেকেই। তবে, আজও অধরা আমিরের 'দঙ্গল'। সেই ছবি ২০০০ এর ব্যাবসা করেছিল। শাহরুখ আদৌ পারবেন? কিন্তু এইবছর যেভাবে তিনি বলিউডের বক্স অফিসকে টেনে তুললেন সেটা দেখার মত।
প্রসঙ্গত, বছর শেষেও অনুরাগীদের নিরাশ করবেন না তিনি। কারণ, একটি বিশেষ ছবি নিয়ে আসছেন রাজু হিরানি এবং শাহরুখ। কিং খান ঘোষণা করেছেন ডিসেম্বরেই রিলিজ করবেন এই ছবি। এছাড়াও, ট্রেলার প্রস্তুতিতে ব্যস্ত তিনি। রাজু হিরানির জগতে একদম অন্য এক শাহরুখকে দেখা যেতে চলেছে বলেই জানিয়েছেন তিনি।