/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/srk3.jpg)
বরাবরই নিডর শাহরুখ?
তাঁকে কোন বিশেষণে ফেলা উচিত, একথা কেউ জানেন না। শাহরুখ খান বলে কথা। কিং খান বা বাদশা, শাহরুখের দ্বিতীয় ছবি দেখে আপ্লুত দেশবাসী তথা বলিউডের সুপারস্টারদের অনেকেই। তিনি পাঠান হিসেবেও মুগ্ধ করেছিলেন দর্শকদের। তবে, এবার তাঁর পাঠান রূপের আসল গল্প সামনে আনলেন সঞ্জয়।
বলিউডে তখন অন্দরওয়ার্ন্ড প্রভাব। সেই চাপে চিরে চ্যাপ্টা তারকা মহলের অনেকেই। সঞ্জয় দত্ত থেকে অনেকের নাম জড়িয়েছে সেই তালিকায়। মাফিয়া কিংবা আন্ডারওয়ার্ল্ড প্রভাবে মাথা নষ্ট বলি সেলেবদের। আর সেদিনই শাহরুখের পাঠান হওয়ার পরিচয় পেয়েছিলেন সঞ্জয় গুপ্তা। মাফিয়াদের তুড়ি মেরে উড়িয়েছেন শাহরুখ। সেকথাই আজ নিজের মুখে স্বীকার করলেন তিনি।
বলিউডের এক নামজাদা পরিচালক তিনি। কাজ করেছেন বহু তারকাদের সঙ্গে। মুম্বইয়ের মাফিয়া যুগ দেখেছেন তিনি। আর আজ শাহরুখের জওয়ান দেখার পর এটুকুই বুঝেছেন, শাহরুখ জন্ম থেকেই ভয়কে জয় করে এসেছেন। তিনি আসলেই পাঠান। জওয়ান দেখলেন, অভিভূত শাহরুখকে দেখে লিখলেন...
আরও পড়ুন - ‘পরিচালকের হাত কেটে দেওয়া উচিত..’, ‘জওয়ান’ সাফল্য পেতেই ভয়ঙ্কর মন্তব্য! বিপাকে অ্যাটলি?
I saw JAWAN.
I feel compelled to share this.
Back in the 90’s when the underworld bullying of the film stars was at its peak @iamsrk was THE ONLY star who never gave in.
“Goli marni hai mar do, par tumhaare liye kaam nahin karoonga. Main Pathan hoon.” He said.
He’s the same…— Sanjay Gupta (@_SanjayGupta) September 9, 2023
"জওয়ান দেখলাম। আমি আজকে একথা বলতে বাধ্য হচ্ছি। নব্বইয়ের দশকে যখন মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি আন্ডারওয়ার্ল্ড বুলিং এর অন্তর্গত, একমাত্র শাহরুখ সেই অভিনেতা যিনি মাথা উচুঁ করে ধিট হয়ে দাঁড়িয়ে ছিলেন। একবারও তাঁদের সামনে মাথা নিচু করেননি। কিং খান তখনও বলতেন, পারলে গুলি মেরে দিক, আমি তাও ওদের জন্য কাজ করব না। আমি পাঠান, কাউকে ভয় পাই না। আজ মনে হচ্ছে ও সত্যিই তাই।"
প্রসঙ্গত, এবছর দুটি বিগ রিলিজ। সামনের বছর 'ডানকি' নিয়ে ফিরছেন তিনি। রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ। দর্শক মুখিয়ে রয়েছেন শাহরুখকে দেখার জন্য। দুদিন আগেই জওয়ান রিলিজ করার পর থেকেই শোরগোল। ২০০ কোটি পার বিশ্বজুড়ে। কিং খান... ছেয়ে রয়েছেন পর্দায়।