ভিকি কৌশল, শাহরুখের সঙ্গে তার প্রথম কাজ। 'ডানকি' ছবিতে সুক্ষি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। যেটুকু সময় স্ক্রিনে তিনি ছিলেন, তাঁকে দেখার মত পরিবেশ সৃষ্টি করেছিলেন।
ইংল্যান্ডে থাকার প্রয়োজনে নয়, বরং তিনি ইংল্যান্ড যেতে চেয়েছিলেন নিজের কাছের মানুষকে ফিরিয়ে আনতে। ভিকি শাহরুখের পাশে দাঁড়িয়ে যা অভিনয় করলেন, তাতে লাইমলাইট কেড়ে নেওয়ার মতো অবস্থা প্রায়। প্রথম ধাপেই ভিকির এন্ট্রি হয়। শাহরুখের বন্ধু হয়ে উঠতে না উঠতেই সিনেমা ছেড়ে তাঁর যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু, ফের একবার তিনি প্রমাণ করলেন, নিজেকে স্ক্রিনে জিইয়ে রাখতে গেলে সময়ের আধিপত্য না বরং, দক্ষতা লাগে।
কিছুদিন আগেই তাঁর 'শাম বাহাদুর' রিলিজ করেছে। সেই ছবিটি 'অ্যানিম্যালের' চাপে সেভাবে জনপ্রিয়তা পায়নি। অনেক কষ্টেই তাঁকে বিশ্বব্যাপী ১০০ কোটি পার করতে হয়েছে। কিন্তু সেই জায়গায় একটি ছোট্ট রোলে তিনি মন জয় করে নিয়েছেন। বেশ কিছু ডায়লগ, যা ভারতীয় হিসেবে ভাবাবে সেই দায়িত্ব নিজেই নিয়েছেন। তবে, আসল শো স্টপার ভিকির শেষ দৃশ্য...
আরও পড়ুন - ‘ডানকি’র ডিস্ট্রিবিউটরদের একাধিপত্য! ‘সালারের’ অগ্রিম বুকিংয়ে নিষেধাজ্ঞা? বিস্ফোরক হলের কর্ণধার
স্পয়লার নয়! তবে, শাহরুখের চোখের সামনে যেভাবে তিনি আগুন ধরালেন তাতে চোখ ছানাবড়া কিং খানেরও। মানুষের জরুরি প্রয়োজন বুঝতে না পারাও একধরনের ক্রাইম। নিয়ম নিষেধাজ্ঞার বেড়াজালে কত মানুষের জীবন পাল্টে যায় সেটাই এখানে দেখিয়েছেন ভিকি।
উল্লেখ্য, পরপর দুটি বিগ রিলিজ। শাহরুখ খানের এই নয় তিন নম্বর ছবি। সূত্রের খবর, আজ সবমিলিয়ে ৪০ কোটির মত ব্যবসা করতে পারে এই ছবি। কিন্তু সপ্তাহান্তে সেই আয় বাড়বে। তবে, এরই মাঝে রয়েছে 'সালার' আতঙ্ক। দক্ষিণে, এই ছবি প্রভাসকে টেক্কা দিয়ে উঠবে না বলেই আশঙ্কা। যদিও, বা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দিয়ে শাহরুখ নিজের অন্যদিকে দেখিয়েছেন। সেখানে, এই ছবি অনেকের কাছেই বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই না।