বেশ অনেকদিন পরেই বলিউডে ফিরছেন হানি সিং। দীর্ঘ বেশকিছুদিনের বিতর্ক - লোকজনের বাঁকা নজর পেরিয়ে তিনি সলমনের কিসি কা ভাই, কিসি কা জান ছবিতে গান গেয়েছেন তিনি। এদিকে, হানি সিংয়ের এই গান নিয়েই একদিন চূড়ান্ত ক্ষেপেছিলেন শাহরুখ। কেন জানেন?
পাঞ্জাবী ভাষায় অদ্ভুত সব গান, হানি সিংয়ের লিরিক্স শুনে রীতিমতো তাজ্জব পাঞ্জাবীরাই। হানি সিংকে নিয়ে অস্ট্রেলিয়ায় তখন তাণ্ডব চালাচ্ছেন ভক্তরাই। সেইসময় শাহরুখই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। একটি টুর হওয়ার কথা ছিল। তাতে কোনোমতেই হানিকে বাদ দিতে নারাজ ছিলেন কিং খান। বলেছিলেন, হানি সিং যদি না যায় ঘে টুর হবেই না। স্মৃতি চারণ করেই গায়ক র্যাপার হানি বললেন...
আরও পড়ুন < মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাস!, কোয়েস্ট মল থেকে ইভেন্ট সরালেন বিবেক অগ্নিহোত্রী >
"শাহরুখ ভাইয়ের সঙ্গে আমার তখন অস্ট্রেলিয়া টুর। আমার তখন মন ভেঙে গিয়েছে। পাঞ্জাবী ভাইরা আমার গান শুনে ভয়ঙ্কর ক্রুদ্ধ। তারা ক্রমাগত বলছিলেন, হানি সিং পাঞ্জাবের নাম বদনাম করছে। আমাদের সংস্কৃতিকে আঘাত করছেন। কিন্তু শাহরুখ ভাই, আমার সঙ্গে ছিলেন। উনি আমায় বুঝিয়েছিলেন যে ৫০০ জন তোমায় বদনাম করছে তাঁদের বাদ দাও। ১৫,০০০ জন তোমায় ভালবাসে সেটা মাথায় রাখ"।
কিন্তু, হানি সিংয়ের গান চার বোতল ভদকা গান শুনে রীতিমতো বিরক্ত হয়েছিলেন শাহরুখ। নিজে মুখে স্বীকার করেছেন গায়ক নিজেই। রাত্রিবেলা চার বোতল খেয়েই এই গানের কথা মাথায় এসেছিল তাঁর। পরের দিন শাহরুখকে শোনাতেই কিং খান বলে উঠেছিলেন, "এটা গান! এত অখাদ্য, একদম চলবে না"। কিন্তু তাঁর পরেও থামেন নি হানি সিং। শাহরুখের ছবির 'লুঙ্গি ড্যান্স' যে আজ এত সফল এর পেছনেও কিন্তু হানি সিং নিজেই। শুধু তাই নয়, শাহরুখের ঘোরতর আপত্তি থাকা সত্বেও এই গানকে রাখা হয়েছিল সিনেমায়। হানি ধমকি পর্যন্ত দিয়েছিলেন, যদি এই গান ছবিতে রাখা হয় তাহলে ভাল! নইলে আমি সিঙ্গেল রিলিজ করে দেব এইগান।