টাক মাথা, হিরো নাকি ভিলেন? পাপ-পুণ্যের বিচার করতে আসছেন 'জওয়ান' শাহরুখ!

রয়েছে বিরাট সারপ্রাইজ, দক্ষিণের সুপারস্টারকে দেখা গেল এই ছবিতে

New Update
Shahrukh Khan jawan trailer launch

শাহরুখ খানের 'জওয়ান'

ম্যায় কৌন হূ..পাপ নাকি পূণ্য, ফের একবার শাহরুখ হাজির টুইস্ট নিয়ে। প্রকাশ্যে 'জওয়ান' ছবির ট্রেলার। সকাল হতেই নিজের নতুন ছবির ট্রেলার আনলেন কিং খান।

Advertisment

এ তো সবে শুরু, সতর্ক করলেন শাহরুখ। ছবিতে ধুঁয়াধার অ্যাকশন তো বটেই তাঁর সঙ্গে মন পাগল করা ডায়লগ। শাহরুখের দরাজ গলায় তাঁকে বলতে শোনা গেল, 'আমি ভাল নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই'। বুলেট, বন্দুক, পুলিশের উর্দি - আসলেই শাহরুখের চরিত্র ঠিক কেমন বোঝা দায়। অসাধারণ কিছু সিনেমাটিক শট তাঁর সঙ্গে অভিনেতারা তো রয়েছেনই।

শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। রয়েছেন বিজয় সেতুপতী। এছাড়াও বিশেষ ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। দক্ষিণী পরিচালক অ্যাটলীর পরিচালনায় শাহরুখ হয়ে উঠেছেন 'জওয়ান'। ছবিতে তাঁকে বলতে শনা গেল যখন আমি ভিলেন, তখন কোনও হিরো টেকে না সামনে। ছবি রিলিজ করবে ৭ই সেপ্টেম্বর।

Advertisment

এবছর বলিউডকে বিরাট হিট দিয়েছেন শাহরুখ। পাঠান ১০০০ কোটির ক্লাবে। ফের আরেকবার সে প্রস্তুত। মাথা বাঁধা ব্যান্ডেজে। শেষ দৃশ্যে রয়েছে চমক। টিজার আসবে না এই ছবির সেকথা আগেই জানিয়েছিলেন, এবার রিলিজের মাস দুয়েক আগেই ঝড় তুললেন অনুরাগী মহলে।

bollywood Entertainment News SRK Birthday