Advertisment
Presenting Partner
Desktop GIF

'জওয়ানে' মুগ্ধ অনন্ত জলিল, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধকেই চান পদ্মাপাড়ের 'নেত্রী'র জন্য?

শাহরুখের অ্যাকশান দেখে স্তম্ভিতও! নিজের পরের ছবিতে এমনই করতে চলেছেন, বাংলাদেশের SRK!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jawan Box office, jawan, jawan news, jawan shah rukh khan, Jawan Box office collection, jawan box office collection first day, jawan srk, shah rukh khan, srk jawan, শাহরুখ খান, জওয়ান, jawan bookmyshow, bookmyshow,বাংলাদেশে জওয়ান, বাংলাদেশ, bangladesh movie, bangladesh movie, jawan in bangladesh, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ananta jalil, ananta jalil bangladesh, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

অনন্ত জলিলের ইচ্ছে

ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও লাখে লাখে শাহরুখ ফ্যান। পদ্মাপাড়ের কিং খান অনুরাগীরা জওয়ান দেখে উচ্ছসিত। এবার আর পাঠান ছবির মত তাঁদের অপেক্ষা করতে হয়নি। বিশ্বব্যাপী রিলিজের দিনই, সেদেশেও শাহরুখ পৌঁছে গিয়েছিলেন। তবে, আশঙ্কায় ছিলেন তারকারা। শাহরুখ খান বলে কথা। তাঁর ছবির সামনে, অন্য কোনও বাংলা ছবি স্থান পাবে?

Advertisment

শাহরুখ, বরাবরই মুগ্ধ করে এসেছেন দর্শকদের। কেবল তাই নয়, তাঁর ছবি দেখে অনুপ্রেরণা পান অনেকেই। এবার, সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের অন্তত জলিল এবং তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। দুজনেই নিজেদের ছবির থেকে বেশি বিতর্কে থাকেন মন্তব্যের জেরে। কখনও তাঁদের পোশাক নিয়ে কটাক্ষ করা হয়, আবার কখনও তাঁদের অ্যাকশন দৃশ্য নিয়ে কথা শোনানো হয়। এবার, শাহরুখের জওয়ান ছবির গান শুনে মুগ্ধ অনন্ত জলিল। তাই তো, ছবির অ্যাকশন এবং সঙ্গীত পরিচালকের প্রশংসা করলেন। শুধু তাই নয়, সামনের ছবিতে নাকি অনিরুদ্ধ কে সঙ্গে নিতে চান তিনি!

আরও পড়ুন - Jawan: দেশের ভালর জন্য সবকিছু মাফ , ভোট নিয়েও বড় রাজনৈতিক বার্তা শাহরুখের

দক্ষিণের এক বিরাট মাপের সুরকার অনিরুদ্ধ। অল্প বয়সেই তাক লাগিয়েছেন মিউজিকের দুনিয়ায়। জওয়ান ছবিতে তাঁর বিজিএম এবং মিউজিক তুখোড়। সুরকার প্রশংসা পাচ্ছেন মারাত্মক। এবার, তাঁর কি বাংলাদেশের ছবিতে কাজ করার পালা? অনিরুদ্ধর মিউজিক শুনে মন্ত্রমুগ্ধ জলিল। প্রকাশ্যে জানালেন, আগামী ছবি নেত্রীতে তাঁকে দিয়ে কাজ করানোর ইচ্ছে রাখেন। বলেন, "আমি আর বর্ষা এই ছবির গান, মিউজিক শুনে মুগ্ধ। খুব ইচ্ছে আছে, যে এই ছবির গান বানিয়েছেন তাঁকে দিয়ে নেত্রী ছবিতে গান তৈরি করার। এত ভাল সুর আমরা অনেকদিন শুনিনি। গান, ছবির জন্য খুব গুরুত্বপূর্ন।"

এখানেই শেষ নয়! বাংলাদেশের তারকা শাহরুখের ৫৭ বছরের অ্যাকশন দেখেও স্তম্ভিত। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, জওয়ান ছবির অ্যাকশন দৃশ্য দেখে নেত্রী ছবির অ্যাকশন বানানোর ইচ্ছে রয়েছে। কতটা সম্ভব হবে জানেন না, অত বাজেট নেই। তবে চেষ্টা করবেন। যদিও, জলিলের কথায় হেসে গড়িয়েছেন বাংলাদেশ ফ্যানেরা। অনিরুদ্ধকে দিয়ে গান তৈরি করার বাজেট আছে কিনা এমনও জানতে চেয়েছেন।

প্রসঙ্গত, শাহরুখের এই ছবি বাংলাদেশে রিলিজ করলে খারাপ দিকে যাবে বাংলা ছবি, এমন আশঙ্কা করেই আওয়াজ তুলেছিলেন ঝন্টু। কিন্তু, তাতেও লাভ হয়নি। সেদেশেও শাহরুখ ম্যাজিক চলছে বহাল তবিয়তে।

bollywood Entertainment News
Advertisment