ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও লাখে লাখে শাহরুখ ফ্যান। পদ্মাপাড়ের কিং খান অনুরাগীরা জওয়ান দেখে উচ্ছসিত। এবার আর পাঠান ছবির মত তাঁদের অপেক্ষা করতে হয়নি। বিশ্বব্যাপী রিলিজের দিনই, সেদেশেও শাহরুখ পৌঁছে গিয়েছিলেন। তবে, আশঙ্কায় ছিলেন তারকারা। শাহরুখ খান বলে কথা। তাঁর ছবির সামনে, অন্য কোনও বাংলা ছবি স্থান পাবে?
Advertisment
শাহরুখ, বরাবরই মুগ্ধ করে এসেছেন দর্শকদের। কেবল তাই নয়, তাঁর ছবি দেখে অনুপ্রেরণা পান অনেকেই। এবার, সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের অন্তত জলিল এবং তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। দুজনেই নিজেদের ছবির থেকে বেশি বিতর্কে থাকেন মন্তব্যের জেরে। কখনও তাঁদের পোশাক নিয়ে কটাক্ষ করা হয়, আবার কখনও তাঁদের অ্যাকশন দৃশ্য নিয়ে কথা শোনানো হয়। এবার, শাহরুখের জওয়ান ছবির গান শুনে মুগ্ধ অনন্ত জলিল। তাই তো, ছবির অ্যাকশন এবং সঙ্গীত পরিচালকের প্রশংসা করলেন। শুধু তাই নয়, সামনের ছবিতে নাকি অনিরুদ্ধ কে সঙ্গে নিতে চান তিনি!
দক্ষিণের এক বিরাট মাপের সুরকার অনিরুদ্ধ। অল্প বয়সেই তাক লাগিয়েছেন মিউজিকের দুনিয়ায়। জওয়ান ছবিতে তাঁর বিজিএম এবং মিউজিক তুখোড়। সুরকার প্রশংসা পাচ্ছেন মারাত্মক। এবার, তাঁর কি বাংলাদেশের ছবিতে কাজ করার পালা? অনিরুদ্ধর মিউজিক শুনে মন্ত্রমুগ্ধ জলিল। প্রকাশ্যে জানালেন, আগামী ছবি নেত্রীতে তাঁকে দিয়ে কাজ করানোর ইচ্ছে রাখেন। বলেন, "আমি আর বর্ষা এই ছবির গান, মিউজিক শুনে মুগ্ধ। খুব ইচ্ছে আছে, যে এই ছবির গান বানিয়েছেন তাঁকে দিয়ে নেত্রী ছবিতে গান তৈরি করার। এত ভাল সুর আমরা অনেকদিন শুনিনি। গান, ছবির জন্য খুব গুরুত্বপূর্ন।"
এখানেই শেষ নয়! বাংলাদেশের তারকা শাহরুখের ৫৭ বছরের অ্যাকশন দেখেও স্তম্ভিত। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, জওয়ান ছবির অ্যাকশন দৃশ্য দেখে নেত্রী ছবির অ্যাকশন বানানোর ইচ্ছে রয়েছে। কতটা সম্ভব হবে জানেন না, অত বাজেট নেই। তবে চেষ্টা করবেন। যদিও, জলিলের কথায় হেসে গড়িয়েছেন বাংলাদেশ ফ্যানেরা। অনিরুদ্ধকে দিয়ে গান তৈরি করার বাজেট আছে কিনা এমনও জানতে চেয়েছেন।
প্রসঙ্গত, শাহরুখের এই ছবি বাংলাদেশে রিলিজ করলে খারাপ দিকে যাবে বাংলা ছবি, এমন আশঙ্কা করেই আওয়াজ তুলেছিলেন ঝন্টু। কিন্তু, তাতেও লাভ হয়নি। সেদেশেও শাহরুখ ম্যাজিক চলছে বহাল তবিয়তে।