Advertisment

'এটা পাঠানের ওয়াদা…', ভাইজানের বিপদে পাশে থাকার বার্তা শাহরুখের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের ডায়লগ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shahrukh Khan's cameo performance in tiger 3, dialogues viral

শাহরুখ-সলমন

আজ সকাল থেকেই টাইগার থ্রি নিয়ে উন্মাদনা। সলমনের ছবি দেখতে আজকের দিনেও ভিড় জমিয়েছেন তাঁর ভক্তরা। যদিও, শাহরুখের এন্ট্রি সকাল হতেই ফাঁস। তারপরেও কিং খান ভক্তদের আনন্দ ধরছে না।

Advertisment

শাহরুখ জানিয়েছিলেন, ভাইজান যতবার ডাকবেন ততবার আসবেন। দুজনের বন্ধুত্ব এখন যে মাত্রায় গিয়েছে সেটা দেখার মত। কিন্তু, সলমনের ছবিতে শাহরুখের ক্যামিও দেখতেই অনেকে গিয়েছিলেন। বিশেষ করে, যেভাবে শাহরুখ এন্ট্রি নিলেন তাতে অনেকেই মুগ্ধ হয়েছেন। সেখান থেকেই ভাইরাল একটি ডায়লগ। অর্থাৎ...

রোপওয়ে থেকে নামলেন শাহরুখ। গুলি ছুঁড়লেন অল্প সময় থাকলেন কিন্তু মন জয় করে নিলেন। সেই চিরাচরিত লম্বা চুল। পাঠান গানে শাহরুখ যেভাবে বাঁচলেন সেটি তাক লাগানোর মত। একেই টুইটারে ট্রেন্ডিং সলমন এবং শাহরুখ। ভক্তরা ভাইজানের কথা না শুনেই সিনেমার নানা দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দিয়েছেন। সেখানেই শাহরুখের একটি ডায়লগ...

"টাইগার জিন্দা থা, টাইগার জিন্দা রহেগা.. আউর ইয়ে পাঠান কা ওয়াদা হ্যায়..." ভাইজানের ছবিতেও নিজের অভিনয়ের পরিচয় দিলেন তিনি। আর এতেই বেজায় খুশি দুই তারকার ভক্তরাই। তাঁরা বলছেন, আপনি যা করে দেখালেন সেটি প্রশংসার যোগ্য। আবার কেউ বলছেন, আপনি জানিয়ে দিলেন ভাইজান সারাজীবনের জন্য এক ও অনন্য থাকবেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই জানা হয়েছিল যশ রাজের ব্যানারে একটি ইউনিট স্পাই থ্রিলার আসতে চলেছে। পাঠান ভার্সেস টাইগার... এমন একটি ছবির পরিকল্পনা করেছেন তাঁরা। শুধু তাই নয়, এই ছবিতেও নাকি থাকবে বেশ কয়েকটি টুইস্ট। হৃতিকের সম্ভাবনা রয়েছে এই ছবিতে থাকার। শুটিং নাকি শুরু হয়েছে। ফাইট সিকোয়েন্সের জন্য কয়েক কোটি টাকার সেট বানিয়েছেন যশরাজ। আদৌ সম্ভব হবে কিনা সেটাই সময় বলবে।

Tiger 3 SRK Birthday salman khan bollywood Entertainment News
Advertisment