scorecardresearch

‘পাঠানে’র কাছে পরাস্ত ‘ব্রহ্মাস্ত্র’! নীরবতা ভেঙে আলিয়া বললেন…

শাহরুখের ছবির সাফল্যে আলিয়ার প্রতিক্রিয়া ঠিক কেমন?

bollywood news, bolly world news SHAH RUKH KHAN, DEEPIKA PADUKONE, PATHAAN, Shah Rukh Deepika, JOHN ABRAHAM, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN 600 CRORE, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN SALMAN CAMEO, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, পাঠান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, শাহরুখ দীপিকা জন, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, শাহরুখ দীপিকা, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর
আলিয়া বললেন…

‘পাঠান’ প্রসঙ্গে চর্চা, বিতর্ক এবং ফ্যানদের উচ্ছাস লেগেই রয়েছে। একসপ্তাহ পরেও শাহরুখের এই ছবি নিয়ে উত্তেজনার রেশ বহাল। শুধু সাধারণ মানুষ নয়, বরং তারকাদের অনেকেই প্রশংসায় ভরিয়েছেন পাঠান তথা শাহরুখকে। বলাই বাহুল্য, বলি পাড়ায় শাহরুখ ভক্তদের কমতি নেই। একের পর এক রেকর্ড ভেঙে পড়েছে ‘পাঠানে’র সামনে। এবার, সেই নিয়েই মুখ খুললেন শাহরুখের ‘নিউ মাম্মা’ আলিয়া।

শাহরুখের স্নেহের আলিয়া সবসময়ই তাঁকে নিয়ে গর্বিত। ‘পাঠান’ রিলিজের আগেও শাহরুখের প্রশংসার আসর জমিয়েছিলেন আলিয়া। কিছুদিন আগেই রিলিজ করেছিল তাঁর ছবি ব্রহ্মাস্ত্র! এই ছবিও হার মেনেছে ‘পাঠানে’র কাছে। যায় প্রসঙ্গেই মুখ খুলতে শোনা গেল আলিয়াকে। রণবীর আলিয়ার প্রথম ছবি দেখতে হলে পৌঁছেছিলেন অনেকেই। ছবির বক্স অফিস রেকর্ড হাসি ফুটিয়েছিল প্রযোজকদের মুখে। তবে, ‘পাঠানে’র কাছে সবই ফিকে। আলিয়ার বক্তব্য ঠিক কিরকম?

আরও পড়ুন [ ‘শাহরুখ না থাকলে, আমি..’, বলেই হাউ-হাউ করে কাঁদলেন দীপিকা ]

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ‘পাঠান’ এর বাঁধভাঙা সাফল্যে প্রচণ্ড খুশি আলিয়া। বললেন, “পাঠানের মত ছবির সবথেকে বড় ব্লকবাস্টার হওয়া উচিত। এই ছবির সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাওয়া উচিত। আমি নিজে ভীষণ উত্তেজিত।” শুধু তাই নয়, ‘পাঠান’ দেখার পর, আলিয়া নিজের উচ্ছাস ব্যক্ত করেই বলেছিলেন, ভালবাসার জয় হল শাহরুখ! তুমিই সেরা…

উল্লেখ্য, YRF স্পাই ইউনিভার্সের এই ছবি কামাল করে দিয়েছে। যে হারে বিতর্ক শুরু হয়েছিল, ‘পাঠান’ নিয়ে অনেকেই আতঙ্কে ছিলেন। তবে, একসপ্তাহ শেষে সমস্ত আশঙ্কা ভুল প্রমাণিত করেই সাফল্যের শীর্ষে শাহরুখের ‘পাঠান’। দুদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ। ছবির আগে কোনও প্রমোশন না করলেও, পরবর্তীতে ‘পাঠান’ নিয়েই নানান গল্প বলেছেন শাহরুখ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shahrukh khans pathaan should be the blockbuster hit said alia bhatt