Advertisment
Presenting Partner
Desktop GIF

'ভারতের স্বপ্নজয়..', নবনির্মিত সংসদ ভবন নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ, প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর!

শাহরুখের বক্তব্যে পাল্টা বার্তা মোদীর...কী বলছেন নমো?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, narendra modi, shah rukh khan on parliament, shah rukh khan new parliament, narendra modi on parliament, new parliament bhaban, শাহরুখ খান, নতুন পার্লামেন্ট, নরেন্দ্র মোদী, বলিউড, indian express entertainment news, express entertainment news, today express entertainment news, indian express news, express news on bollywood, আজকের বিনোদন, টলি দুনিয়া

সংসদ ভবন নিয়ে শাহরুখ

নবনির্মিত সংসদ ভবন, দেশজুড়ে উৎসব। উৎসব দিল্লিতেও। আজ সকাল হতেই সংসদ ভবনে পৌঁছেছিলেন নরেন্দ্র মোদী। তবে, নতুন সংসদ ভবনের ঝলক মিলতেই দেশের সর্বস্তরের মধ্যে উচ্ছাস। বাদ পড়লেন না সিনে তারকারাও।

Advertisment

নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরালেন শাহরুখ খান খোদ। কিং খান, নিজেও মন্ত্রমুগ্ধ নবনির্মিত সংসদ ভবন দেখে। এমনিতেও দিল্লি পুত্র শাহরুখ, সেই শহরের প্রতি তাঁর অগাধ ভালবাসা। তাই নিজের শহরে নতুন সংসদ ভবন দেখে আপ্লুত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বললেন...

"কী দারুণ একটি নতুন বাড়ি তৈরি করা হয়েছে। যারা আমাদের রাজনীতি এবং সংবিধানকে তুলে ধরে। দেশের প্রতিটি স্তরের মানুষকে যারা সকলের সামনে তুলে ধরেন, এমনকি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকলেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ, কী নিদারুণ বাড়ি বানিয়েছেন। নতুন ভারতের জন্য নতুন একটি সংসদ ভবন কিন্তু ভারতের জন্য গৌরব। এ এক বিরাট জয়। জয় হিন্দ!"

আরও পড়ুন < তানজানিয়ার কিলি পলের গলায় ‘সাদা কালা’ গান! শুনে মন্ত্রমুগ্ধ চঞ্চল চৌধুরি >

শাহরুখের এই কথায় মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজেও সাধুবাদ জানালেন কিং খানকে। প্রশংসা করলেন। বললেন, "কী দারুণ কথা বললে শাহরুখ। সত্যিই তাই নবনির্মিত সংসদ ভবন ভারতের কাছে এল স্বপ্ন জয়। গণতন্ত্রের এক বিরাট জয়। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক মিশ্রণ ঘটায়।"

প্রসঙ্গত, এখন জওয়ান এবং ডানকী নিয়ে ব্যস্ত শাহরুখ। সদ্য শেষ করেছেন টাইগার থ্রির ক্যামিও শুটিং। সেপ্টেম্বরে রিলিজ করবে জওয়ান।

bollywood SRK Birthday narendra modi Entertainment News
Advertisment