Advertisment
Presenting Partner
Desktop GIF

'পাঠান' উত্তেজনা তুঙ্গে! শাহরুখের আবদার রাখতেই ডাক পড়ল রামচরণের

হঠাৎ কী আবদার করলেন কিং খান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk. ramcharan, pathaan

শাহরুখ - রামচরন

আর মাত্র চারদিন, তারপরেই পাঠান আসছে। শাহরুখের ছবি রিলিজ নিয়ে ভয়ঙ্কর উন্মাদনা। টিকিটের পর টিকিট নিমেষে বুকিং! যেন ঝড় চলছে গোটা দেশ জুড়ে। কোথাও প্রি হল বুকিং আবার কোথাও আগাম সেলিব্রেশন, কিং খানকে নিয়ে চরম উন্মাদনা তাঁর ভক্তদের মধ্যে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগতই নিজের অনুরাগীদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন শাহরুখ। দক্ষিণের প্রসঙ্গ আসতেই রামচরণকে আবারও টানলেন তিনি।

Advertisment

হিন্দি ছাড়াও নানান ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান। বিশেষ করে দক্ষিণের বিভিন্ন ভাষায় ডাব হয়েছে এই ছবি। তামিলনাড়ু, কর্ণাটক জুড়ে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। পাঠান ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাম, তখনও নিদারুণ খুশি হয়েছিলেন শাহরুখ। এবার দক্ষিণে যাওয়ার এক বিশেষ ইচ্ছে প্রকাশ করলেন শাহরুখ। এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, রিলিজের দিন দক্ষিণের কোনও হলে আসবেন কিনা? তারপর...

শাহরুখ অনুরাগীদের হতাশ করতে পারেন? কিন্তু এক মোক্ষম ইচ্ছের কথা প্রকাশ করলেন তিনি। বললেন, "নিশ্চই যাব, যদি রামচরণ আমায় সঙ্গে করে নিয়ে যায়!" এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে রামচরণকে হাঁক ডাক শুরু। কেউ কেউ রামকে ট্যাগ করলেন সেই পোস্টে। রামচরণ তাদের ভীষণ কাছের মানুষ। তাই, তাঁর কাছে আবদার করাই যায়। রামচরণকে অনুরোধ করেছেন অনেকেই। যদিও অভিনেতার তরফে এখনও কোনও উত্তর এখনও মেলেনি।

আরও পড়ুন < ‘আমি Block Buster ক্লাবের নায়িকা…’, অকপট শুভশ্রী >

এদিকে, সামনেই অ্যাটলির পরিচালনায় জওয়ান ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। সেই প্রসঙ্গেও উত্তেজিত দক্ষিণের অনুরাগীরা। এদিকে, রামচরণের প্রতি শাহরুখ যে ভালবাসা দেখিয়েছেন তাকেও কুর্নিশ জানাচ্ছেন সকলে। এখন শুধুই বৃহস্পতিবারের অপেক্ষা! প্রহর গুনছেন সকলে।

bollywood ramcharan Entertainment News
Advertisment