বাবাকে সঙ্গে নিয়ে নতুন ব্র্যান্ডের লঞ্চ করেছেন আরিয়ান খান। কিন্তু ধোপে টিকল না সেই প্রয়াস। জিনিসপত্রের দাম দেখে অজ্ঞান হতে বসেছে ভারতবাসী! এত দাম? বিরাট আলোচনা নেটপাড়ায়।
Advertisment
নতুন জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেও ফ্যাসাদে শাহরুখ পুত্র। দাম দেখে চোখ কপালে সকলেরই। কেউ কেউ তো এভাবেও বলে ফেললেন, স্টারকিড ব্যতীত আর কেউ এসব জামা কিনতে পারবে না। মোট কথা, আরিয়ানের বুদ্ধি বিবেচনা দেখে যথেষ্টই অবাক হয়েছেন অনেকে। ভারতের মত দেশে, নতুন ব্র্যান্ডের জিনিসের এত দাম? ৬০,০০০ টাকায় জ্যাকেট! ৩৩ হাজারের টিশার্ট! ২ লাখের বাইকার জ্যাকেট দেখেও মন ভরেনি তাঁদের। কালেকশন ভাল হলেও মোটেই দামের দিক থেকে সঠিক নয় আরিয়ানের জামাকাপড়।
'আপনার পরিবারের জন্য বানিয়েছেন জামা?' শাহরুখ পুত্রের ব্র্যান্ডকে ঘিরে তোলপাড়। বলাই বাহুল্য, কিং খানের ছেলে বলে কথা, আগ্রহ নিয়েই সকলে গিয়েছিলেন। তবে, দাম দেখে ছিটকে বেরিয়ে এসেছেন তাঁরা। সবকিছুই অকাদের বাইরে, শাহরুখ ভক্তদের কথায়..."আপনার বাবাও একটা সময় এই দামে শার্ট কিনতে পারতো না। ভারতের জনগণ লাক্সারি জামাকাপড় পড়লেও তাঁরা সবকিছুতেই সীমা রাখেন।" কেউ কেউ আবার সোজা জিজ্ঞেস করলেন, "মাল বেচতে জানেন? তাহলে ভারতের বুকে সকলের জন্য এই দাম রাখতেন না।"
এর থেকেও সস্তায় ভাল ব্র্যান্ডের জামাকাপড় পাওয়া যায় বলেই দাবি করেছেন বেশিরভাগ। টিশার্ট কিনতে গিয়ে হার্ট এ্যাটাক হবে নাকি? বলি পাড়ায় ব্যবসায়ী তারকার সংখ্যা কম নয়। সলমন কিংবা হৃতিক অথবা আলিয়া, সকলেরই ব্র্যান্ড রয়েছে। কেউ কেউ আবার তুলনা টানলেন তাদের সঙ্গেও। তারাও যে সঠিক দামে জিনিসপত্র বিক্রি করছেন এই পাঠও পরালেন তাঁরা।
উল্লেখ্য, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার কথা আরিয়ানের। শেষ করেছেন স্ক্রিপ্ট লেখাও। শাহরুখের প্রযোজনা সংস্থার মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তারই মাঝে এহেন ব্যবসার কথা মাথায় এসেছে তার, তবে মোটেই জায়গা করতে পারেন নি মানুষের মনে।