/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/shah1.jpg)
পাঠান কী বলছেন?
চারিপাশ একদম ঠিক আছে, মরশুমও বদলায় নি। বরং, বরকে সঙ্গে নিয়েই শাহরুখের 'পাঠান' দেখতে গেলেন কিং খানের জীবনের প্রথম হিরোইন। পাল্টা তাঁকে কী বললেন কিং খান?
প্রসঙ্গে আশুতোষ রানা এবং তাঁর স্ত্রী রেনুকা সাহানে। যারা 'পাঠান' দেখে ফেলেছেন তাঁরা জানেন, এই ছবিতে কর্নেল লুথরার ভূমিকায় দেখা গেছে আশুতোষ রানাকে। নিজের অভিনয় দক্ষতা দিতে ভয়ঙ্কর স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এবার রেনুকা সাহানে 'পাঠান' দেখতে যাচ্ছেন, সেই কথা নজরে আসতেই শাহরুখ পাল্টা কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় রেনুকা লিখলেন, "কর্নেল লুথরার সঙ্গে আজ অবশেষে 'পাঠান' দেখতে যাচ্ছি। পরিবেশ একদম ঠিক আছে। কুরসির পেটি বেঁধে ফেলেছি"। তারপর? এই ট্যুইট নজর এড়ায়নি শাহরুখের। পুরনো দিনের কথা মনে আসতেই টুইটারে কলম ধরলেন শাহরুখ। তাঁর জীবনের প্রথম নায়িকা রেনুকা সাহানে। সেই স্মৃতি হাতড়ে বললেন, "কর্নেলকে বলেছেন যে আপনিই আমার জীবনের প্রথম নায়িকা? নাকি এটা টপ সিক্রেট রাখা উচিত? নইলে উনি আমাকে বের করে দিতে পারেন এজেন্সি থেকে"। 'সার্কাস' সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। শুধু তাই নয়, এই সিরিয়াল দিয়েই অভিনয় জগতে অভিষেক ঘটিয়েছিলেন তিনি। পুরনো মানুষদের সঙ্গে শাহরুখের সে কত স্মৃতি... উত্তরে রেনুকা বললেন....
Finally going to watch #Pathaan ❤ Mausam bilkul sahi hai 😁 kursi ki peti baandh li hai 💃💃😁 with Col Luthra ji 😊😊🙏🏾 pic.twitter.com/3qlxMjKK1O
— Renuka Shahane (@renukash) February 5, 2023
"আপনিই তো বলেছেন উনি অন্তর্যামী। তাই ওনার কাছ থেকে কিছুই লুকোয় না। আর যাই হয়ে যাক, উনি আপনাকে এজেন্সি থেকে বের করতে পারবেন না। কারণ যে কাজ করেন সেটা আর কেউ করতে পারেন না"।
Hahaha unsey koi baat chhupti kahaan hai? Aaphi ne unhe antaryaami kahaa hai 😃 aur chaahey jo ho jaaye, woh aapko fire nahi kar saktey kyunki jo kaam aap kartey hain woah koi aur nahi kar saktaa 🤗🙏🏾 https://t.co/D3JitHzCzg
— Renuka Shahane (@renukash) February 5, 2023
উল্লেখ্য, 'পাঠান' ঝড়ে তছনচ চারিপাশ! শাহরুখের কামব্যাক কামাল করে দিয়েছে। দেশের সর্বপ্রথম হিন্দি ছবি হিসেবে ৭২৯ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। টেক্কা দিয়েছে বিরাট সব ছবিকেও। আপাতত, শাহরুখ ব্যস্ত জওয়ান ছবির শুটিংয়ে। ১০০০ কোটির ক্লাবে শাহরুখের এই ছবিকে দেখতে চান শাহরুখ ভক্তরা।