এই বুঝি দৌড়ে গেলেন অপু বিশ্বাস। কেন? গতকাল রাত থেকেই সমাজ মাধ্যমে যে ছবি উঁকি ঝুঁকি মারছে, তা হল বুবলি এবং তাঁর মনের মানুষ শাকিবের। শাকিব খান, যিনি বাংলাদেশের সুপারস্টার, তিনি বেজায় এখন ছুটি কাটাতে ব্যাস্ত। শুধু ছুটি কাটানো বললে ভুল হবে, বরং পরিবারের সঙ্গে এখন খোশমেজাজে তিনি। এমনকি এক সন্তানকে নিয়ে এখন বেশ মজার দুনিয়ায় তিনি।
এমনিও বুবলি সবসময় আলোচনায় থাকেন। তাঁর একটাই কারণ, শাকিব খান। বেশ কিছু বছর আগে তাঁর সন্তান যে শাকিবের, এমনটাই জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় রঙ্গ তামাশা। এবং, খেয়াল করলে দেখা যাবে, এরপর থেকেই শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস, তিনি নানাভাবে বুবলিকে নিয়ে মন্তব্য করেন। দুজনের মধ্যে মাঝে মধ্যেই বাক-বিতন্ডা হয়। কিন্তু, শাকিব। তিনি নিজের কাজে মত্ত। দুই কাছের মানুষকে তিনি সমান সমান সময় দিয়ে থাকেন। এমনকি, নিজের জন্মদিনেও সন্তানদের সঙ্গে সময় কাটান।
গতকাল আমেরিকা থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলি। সেখানে তাদের উষ্ণ এবং রোম্যান্টিক ছবি দেখে অনেকেই এমন মন্তব্য করেছেন যে এই এবার অপু বিশ্বাস বোধহয় দৌড়ে গেলেন। এখানেই থামলেন না তাঁরা। তাঁদের সঙ্গে সন্তানও রয়েছেন। বুবলি সেই ছবি শেয়ার করে লিখেছেন, আমেরিকার ভালবাসাময় জীবন। কেউ এমনও বললেন, এক্ষুনি অপুদেবী নিজের ছবি পোস্ট করবেন।
যদিও এই দৃশ্যই বেশিরভাগ সময় দেখা যায়। অপু এবং বুবলি ডিজিটাল হিংসার পরিচয় দেন বারবার। কিন্তু, গতকালের পর তাঁকে নতুন করে এহেন কিছুই করতে দেখা যায়নি। বরং একসময় অপু জানিয়েছিলেন, তিনি নাকি অনেকসময় এটাই খেয়াল করেন, পরিবারকে নিয়ে ছবি দিলেই তিনি কটাক্ষের শিকার হন। এবং, এগুলো আর মেনে নেবে না।
ভক্তরা কী বলছেন?
তাঁদের দাবি, মেট্রো সিটিতে যা চলছে, তা দেখার মত। আরেকজন বললেন, দুই অদ্ভুত চরিত্রের মানুষ একসঙ্গে।