Advertisment
Presenting Partner
Desktop GIF

Shakib Khan-Pori Moni: 'অপু-বুবলি খাবে আপনাকে...', গোমড়া মুখে শাকিবের বাহুলগ্না পরীমণি, তারপর?

Shakib and Pori: পরীমণির একসঙ্গে অনেকগুলি নতুন কাজ এসেছে। বর্তমানে রঙ্গিলা কিতাব নিয়ে নিয়ে আলোচনায়। তাঁর সঙ্গে, সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পরীমণি একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
porimoni - shakib

Shakib Khan-Pori Moni: একসঙ্গে পরীমণি-শাকিব, যা হল...

পরীমণি, যিনি তাঁর কাজের থেকেও বেশি তাঁর নানা সম্পর্কের জন্য, আলোচনায় থাকেন, ফের একবার তাঁকে নিয়ে হাওয়া গরম। কারণ, বাংলাদেশের চর্চিত সুপারস্টারকে নিয়ে তাঁকে জুড়ে ফেলা হয়েছে। এবং, সেই নিয়েই সরগরম বাংলাদেশের শোবিজ জগৎ।

Advertisment

পরীমণির একসঙ্গে অনেকগুলি নতুন কাজ এসেছে। বর্তমানে রঙ্গিলা কিতাব নিয়ে নিয়ে আলোচনায়। তাঁর সঙ্গে, সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পরীমণি একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে গোলাপী রঙের পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই বাংলাদেশের চর্চিত সুপারস্টার শাকিব খানের সঙ্গে ভিডিও ভাইরাল।

অভিনেত্রীকে দেখা গেল ভীষণ মুখ গোমড়া করে শাকিবের সঙ্গে দেখা করলেন তিনি। তাঁকে দেখা গেল শাকিবকে জড়িয়ে ধরতে। আর এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। অভিনেতার সঙ্গে কি তবে পরীর সম্পর্ক অন্যদিকে দানা বাঁধছে? প্রশ্ন উঠছে অনেক। তবে, তাঁরা একসঙ্গে কাজ করেছেন। বহুবার পর্দায় তাঁদের দেখা গিয়েছে। বন্ধুত্বের সম্পর্ক তাঁদের মধ্যে সাংঘাতিক।

শাকিব নিজেও পরীকে দেখে এগিয়ে গেলেন। তাঁকে জড়িয়ে ধরলেন। কিন্তু, এই বিষয়ে তাঁদেরকে যা শুনতে হল তা কিছুটা এমনই... "এবার কি তবে পরীর ডানা শাকিব?" আবার কেউ বললেন, "শাকিবের সঙ্গে কাঁদবেন না, ও নিজে খুব বাজে বাবা তাঁর সঙ্গে মেয়েদের জীবন নষ্ট করেন।" আবার কেউ বললেন, "দেখে ভাইবোন লাগছে দুজনকে।" আবার কারওর কথায়, "অপু বিশ্বাস আর বুবলি আপনাকে এবার খাইছে।"  উল্লেখ্য...

Everything you go through,grows you…..🕊️

Everything you go through,grows you…..🕊️ Face by Saleha|Nikkah By Kibria Ratul| Mahabub Elahi|Sadia Islam Lamia I‘m so grateful to you dear beautiful heart! Much love…❤️ Sunbit Remark HB Harlen Dhaka Capitals

Posted by Pori Moni on Tuesday, November 19, 2024

পরীমণি সবসময় চর্চায় থাকেন। যদিও বর্তমানে তিনি কোনও সম্পর্কে নেই। ছেলেমেয়েকে নিয়েই বেশীরভাগ সময় তাঁকে দেখা যায়। তাঁদেরকে নিজের ডানা বলেই সম্বোধন করেন তিনি। অন্যদিকে শাকিব, তাঁর পরপর রিলিজ নিয়ে ব্যস্ত। শুধু তাই নয়, দরদ প্যান ইন্ডিয়া রিলিজ করছে। এছাড়াও এসকে মুভিজের অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে।

Actress Pori Moni Shakib Khan Bangladeshi Pori Moni
Advertisment