এতদিন তাঁকে শুধুই সিনে দুনিয়ার হিরো হিসেবে জানত গোটা বাংলাদেশ কিংবা উপমহাদেশের অন্যরা। কিন্তু, বর্তমানে তিনি ক্রিকেট দলের সঙ্গে জুড়েছেন। মেগাস্টার শাকিব খানের 'ঢাকা ক্যাপিটালস' এখন আলোচনায়, বিপিএলের দল হিসেবে তাঁদের কী কী প্ল্যান রয়েছে? কিংবা ভারতবর্ষের আইপিএলকে টেক্কা দেওয়ার ইচ্ছে আছে কি? ভারতের মতো ক্রিকেটের ক্ষেত্রেও কি বিনোদন এবং খেলার সংযোগ বাড়ছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশের সুপারস্টার।
প্রঃ বিপিএল-এ আপনার প্রত্যাশার দলে প্রত্যাশিত খেলোয়াড় পেয়েছেন?
এ পর্যন্ত আমরা ঢাকা ক্যাপিটালসের হাই অথোরিটি সবাই মিলে খেলোয়াড়দের নিয়ে যে ছকে প্ল্যান করেছি, দেশ বিদেশের খেলোয়ারদের পেয়েছি। আরও কিছু চমক আমাদের পরবর্তী রাউন্ডে থাকবে। যেগুলো এখন বলতে চাই না। এতটুকু জানাতে পারি, আরও বিদেশী খেলোয়ার যুক্ত হবেন। তাই এখন পর্যন্ত বলতে পারি, আমরা আমাদের চাহিদামত প্লেয়ারদের পাচ্ছি এবং আগামীতেও পাবো। মানুষ আমাদের খেলোয়ার সিলেকশনে ভূয়সী প্রশংসা করছেন। আগামীদের আরও বিদেশী খেলোয়ারদের নাম ঘোষণায় যখন হবে মানুষের এখনকার এক্সাইটমেন্ট আরও বাড়বে বলে আমি মনে করি।
প্রঃ সিনে ইন্ডাস্ট্রিতে আপনি পাক্কা খেলোয়াড়। কিন্তু ক্রিকেটে স্বল্পজ্ঞান বলা যায়। সেক্ষেত্রে কিভাবে মেইনটেইন করবেন?
ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। বাংলাদেশী, ইন্ডিয়ান বা এশিয়ানদের কাছে ক্রিকেট অতিপ্রিয় একটি খেলা, যা শৈশব থেকে আমরা দেখে বড় হই। তবে হ্যাঁ, দলের মালিকানা (ঢাকা ক্যাপিটালস) নিয়ে আমার পথচলাটা প্রথমবার। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এত বড় দলের মালিকানা নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি চ্যালেঞ্জিং ওয়ার্ক মনে করি। আমি বিশ্বাস করি, আমাদের সবার অ্যাফোর্ড ও দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী সকলের যৌথ ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকবে।
প্রঃ আপনার দলের জয় নিয়ে কতটা প্রত্যাশা করেন?
বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদী। উই হোপ, বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।
প্রঃ সিনেমার তারকাদের ক্রিকেটের দল কেনার যে প্যাশন, সেটা ক্রমশ বাড়ছে কেন?
আমরা এশিয়ানরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। চাইল্ডহুড থেকে কমবেশি সবার ইমোশনের সঙ্গে ক্রিকেট মিশে আছে। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলেছি। সে কারণে এই খেলায় আমারও ফ্যাসিনেশন ছিল। প্রতিটি দেশের ফিল্ম-মিডিয়ার টপ পজিশনে যারা আছেন, তাদের সঙ্গে ক্রিকেটার বা স্পোর্টসম্যানদের ভালো যোগাযোগ থাকে। যেমন দেখুন ফুটবলে আমেরিকান সকার টিমে টম ক্রুজে দলে খেলতেন ডেভিড বেকহ্যাম। অনেক আগে থেকে আমার স্পোর্টসে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ব্যাটে বলে মিলছিল না। এবারের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) বিপিএলের ম্যানেজমেন্টে নতুন অনেকে যুক্ত হয়েছেন। সবাই আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন। আমার কোম্পানি রিমার্ক-হারল্যান এবং অন্যান্য বন্ধু যারা আছেন সবাই মিলে আশা করছি সত্যি দারুণ কিছু হবে।
প্রঃ বাংলাদেশের সুপারস্টার বলেই কি যুক্ত হলেন, নাকি অন্য কারণ আছে?
কিছুদিন আগে নিউ ইউর্কে বেড়াতে গিয়ে দেখলাম, সেখানকার টেনিস টুর্ণামেন্টে অনেক তারকা খেলা দেখতে এসেছেন। তাছাড়া আমার মনে হয় এন্টারটেনমেন্ট এবং স্পোর্টস যদি একসাথে এগিয়ে যায় তবে সুফল আসতে পারে। কারণ, দুই সেক্টরই মানুষকে আনন্দ দেয়। আমেরিকান ফুটবল টিম, আইপিএল সবখানে দেখি এন্টারটেনমেন্ট এবং স্পোর্টস মিলে কাজ করে। বাংলাদেশেও এটা শুরু হলো। এসবের পাশাপাশি বড়কিছু করতে গেলে ইচ্ছেটাই আসল। আমার ইচ্ছেটাই অনেক বেশি ছিল।
প্রঃ আইপিএলকে টেক্কা দেয়ার প্রচেষ্টা আছে?
একদমই না। এটা তো দেশীয় অভ্যন্তরীণ টুর্নামেন্ট। আমরা আমাদের মতো করে ভালো করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস ফিউচারে বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ম্যাচ করতে পারে। এটা ইন্টারন্যাশনালি আরও এন্টারটেইনিং হতে পারে। কিন্তু এখানে টেক্কার প্রশ্নই আসে না। আমরা কেউ কারও প্রতিযোগী না। আমার ইচ্ছে আছে দুবাই আবু ধাবি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে আগামীতে ঢাকা ক্যাপিটালস ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লীগে অংশ নেবে। গ্লোবালি এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্ল্যান। এর মাধ্যমে অনেক মেধাবী নতুন খেলোয়ার উঠে আসবে, যারা পরে জাতীয় দলে অনেক ভালো অবস্থানে যাবে।
প্রঃ ভারতবর্ষে ক্রিকেট ও বিনোদনের মধ্যে প্রেম এবং মেলবন্ধন রয়েছে। বাংলাদেশে এই চিত্রটা কেমন?
স্ক্রিনের বাইরে এবং মাঠের বাইরে ফিল্ম মিডিয়া ও ক্রিকেটারদের মধ্যে দারুণ একটি সুসম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে অনেক অনুষ্ঠান বা ঘরোয়ায় আড্ডায় কমবেশি সবারই দেখা হয়। আমরা দুই সেক্টর এতদিন যে যার মত করে কাজ করতাম। এখন এক হয়ে কাজ করতে যাচ্ছি।