/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/rk1.jpg)
shakib-Ranbir: শেষে কিনা এই দুজনকে নিয়ে তুলনা? কিন্তু কেন!
মেয়ে হওয়ার পর থেকে রণবীর কাপুরের যেন ভোল পাল্টে গিয়েছে। মেয়েকে নিয়েই বেশীরভাগ সময় তাঁকে দেখা যায়। আর সেও বাবা অন্ত প্রাণ। কিন্তু বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, একদম ভুয়ো!
দুই সন্তান তাঁর। দুই নায়িকার ঘরে তাঁর দুটি ছেলে রয়েছে। কিন্তু তাদের নিয়ে খুব একটা দেখা যায়না তাঁকে। মাঝেমধ্যে অভিনেতাকে ছেলেদের নিয়ে বেড়াতে যেতে দেখা যায়। কিন্তু তারপরেও বাংলাদেশের জনগণদের তাঁকে নিয়ে নানা আক্ষেপ। বাংলাদেশের মেগাস্টার নাকি নায়িকাদের সঙ্গে বেশি থাকেন ছেলেদের তুলনায়?
দুদিন আগে, তুফানের প্রেস কনফারেন্স উপলক্ষেই বাংলাদেশে হাজির ছিলেন মিমি সহ, চঞ্চল চৌধুরী এবং বাকিরা। সেখানেই একটা সময় পর উরাধুরা গানে কোমর দোলাতে দেখা গেল তাঁকে। আর শাকিব, দুই নায়িকার মাঝখানে দাঁড়িয়ে দিব্যি আনন্দ করছিলেন। একদিকে মিমি, অন্যদিকে নাবিলা - শাকিব একটা সময় দুই নায়িকার হাত ধরেই মঞ্চে কোমর দোলালেন।
আরও পড়ুন - Mimi Chakraborty: শাকিবকে মেগাস্টার তকমা মিমির, ধন্য ধন্য করছেন অভিনেত্রী…
আর সেখানেই বাংলাদেশের জনগণ নানা কথা বললেন। কেউ বললেন, লিপস্টিক পড়া নায়কের এই হবে। আবার কেউ বললেন, ঘরে দুটা সুন্দর বাচ্চা রেখে উনি কতটা আনন্দিত । বাচ্চাদের নিয়ে উনি প্রকাশ্যে স্বাচ্ছন্দ ফিল করেন না। ভালো লাগে যখন দেখি রনবির কাপুর তার ছোট্ট মেয়ে রাহা কাপুরকে কোলে নিয়ে কত প্রোগামে যান। বাবা হিসেবে রনবীর কাপুর সত্যি সার্থক এবং অভিনেতা হিসেবেও এখনও অম্লান। আবার কেউ বললেন, নায়িকাদের মাঝখানে থাকা ছাড়া আর কিছুই সম্ভব না। আপনার কেচ্ছা শুনেই তো দিন গেল।
একদিকে, যেমন কটাক্ষ শুনতে হল তাঁকে, তেমনই আবার এই সিনেমায় নাকি শাকিব স্টাইলের আলাদা মাত্রা এনেছেন বলে দাবি অনেকের। যদিও ট্রেলার দেখে অনেকেই একে কপি বলে দাবি করেছেন, কিন্তু তাঁর পরেও...তুফান নাকি বাংলা ছবির ইতিহাস পাল্টাতে চলেছে এমন দাবি শাকিবের।