Shakib-Mimi: 'এই বুবলি কে?' হঠাৎ করেই শাকিবের প্রাক্তনের নাম শুনে অদ্ভুত আচরণ মিমির! কিন্তু কেন?

Shakib Khan ex wife Bubly: বাংলাদেশে দারুণ সাফল্যের পর গতকাল ভারতেও রিলিজ করেছে 'তুফান'। ফলেই এক আলাদা উন্মাদনা। কলকাতায় সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তর দিলেও একটা বিষয়েই চুপ তিনি। কেন? যেখানেই বুবলি প্রসঙ্গ সেখানেই শাকিব ( Shakib Khan ) যেন সব এড়িয়ে যান। তবে এবার...

Shakib Khan ex wife Bubly: বাংলাদেশে দারুণ সাফল্যের পর গতকাল ভারতেও রিলিজ করেছে 'তুফান'। ফলেই এক আলাদা উন্মাদনা। কলকাতায় সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তর দিলেও একটা বিষয়েই চুপ তিনি। কেন? যেখানেই বুবলি প্রসঙ্গ সেখানেই শাকিব ( Shakib Khan ) যেন সব এড়িয়ে যান। তবে এবার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shakib Khan ex bubly Mimi Chakraborty doesn't no her tollywood news

Shakib-Mimi: বুবলির নাম উঠতেই শাকিবের যা হাল... এক্সপ্রেস ছবি- শশী ঘোষ

Shakib Khan - Toofan: শাকিব খান এখন দুই বাংলাতেই রাজ করছেন। অভিনেতা তুফান তুলেছেন সিনে ইন্ডাস্ট্রিতে। তাঁকে নিয়ে এখন চর্চা। যদিও সমালোচনা এবং আলোচনার মাত্রা কোনোদিন কম ছিল না।

Advertisment

বাংলাদেশে দারুণ সাফল্যের পর গতকাল ভারতেও রিলিজ করেছে 'তুফান'। ফলেই এক আলাদা উন্মাদনা। কলকাতায় সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তর দিলেও একটা বিষয়েই চুপ তিনি। কেন? যেখানেই বুবলি প্রসঙ্গ সেখানেই শাকিব ( Shakib Khan ) যেন সব এড়িয়ে যান। তবে এবার...

পাশে বসে ছিলেন মিমি ( Mimi Chakraborty )। অভিনেত্রী হয়তো বা শাকিবের সম্পর্কের বিষয়ে জানেন না। যেই প্রশ্ন করা হল, যে বুবলি ( Bubly )  'তুফান' ছবিটা দেখেছে কিনা, ওমনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন শাকিব। কোনও জবাব তো দিলেনই না, বরং! তাঁর নীরবতা অনেক কিছুই বলে দিয়ে গেল।

তবে, লাইমলাইট কেড়ে নিলেন মিমি খোদ। যেই বুবলির নাম শুনলেন, ওমনি কেমন যেন আকাশ থেকে পড়লেন! মিমি নাকি বুবলি কে সেটা জানেন না! এও সম্ভব? যাকে নিয়ে শাকিবের জীবন তোলপাড়, সেই মানুষটাকে নিয়ে মিমি এখনও অবগত নন। বুবলির প্রসঙ্গ উঠতেই, মিমি পাশে বসে থাকা রায়হান রাফিকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, বুবলি কে? এই বুবলি কে? বারবার এদিক ওদিক চেয়ে তিনি জানতে চাইলেন কে এই বুবলি?

Advertisment

আর এই দৃশ্য দেখেই একদল হেসে খুন। কেউ তো বলেই বসলেন, রাফির খুব অন্যায় হয়েছে কেন আগে থেকে বলে দেননি মিমিকে, যে বুবলি কে? আবার কেউ বললেন, মিমি কোনও খবর রাখেন না। নইলে শাকিবের জীবনে যা ঘটছে সেটা জানতেন। আবার কেউ এমন বললেন, যে বুবলি আজ অবধি এরকম কিছু করেননি যে তাঁকে মিমি চিনবেন।

tollywood Entertainment News bubly Shakib Khan