শাকিব অপু বিশ্বাস এবং বুবলি - ত্রিকোণ সম্পর্কের মাঝে কিছু না কিছু লেগেই আছে। প্রকাশ্যেই কাদা ছোঁড়াছুঁড়ি করেন তাঁরা। তবে, এসবের মাঝে শাকিব উত্তর দিতে দিতে ক্লান্ত। অভিনেতা যত পারেন এসব এড়িয়ে যান। কিন্তু...
Advertisment
নারী বিবাদ যে ভয়ঙ্কর, তার ফের একবার প্রমাণ দিলেন অপু বিশ্বাস। প্রাক্তন স্বামীর সঙ্গে বুবলির সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে, এবার যা বলেছেন তাতে চমকে যেতে হয়। ছেলে জয় এবং বীর শাকিবের বেশ কাছের। দুই ছেলেকে নিয়ে বেশ আনন্দেই থাকেন তিনি। কমবেশি করেন না। বিদেশ ভ্রমন হোক কিংবা শিক্ষার প্রসঙ্গ। দুই ছেলে এক স্কুলেই পড়েন। আর এই নিয়েই গন্ডগোল। কারণ...
অপুকে প্রশ্ন করা হয়েছিল, বুবলির ছেলে বীর, জয়ের স্কুলেই পড়ে। আপনার সঙ্গে দেখা হয়েছে? উত্তরে অপু বলেন.. না, একেবারেই না। আমার সঙ্গে দেখা তো হয় না। কিন্তু, উনার নাম নিতে আমার রুচিতে বাধে। জানি এই শব্দটা ভাইরাল হবে। আমায় নিয়ে তাঁর কী মন্তব্য, আমার জানার দরকার নেই। আমি, একবাক্যে তাঁকে ঘৃনা করি। ইংরেজিতে হেট বললে আরও যুক্তিযুক্ত হয়।
যদিও, চুপ থাকেননি বুবলি। চারিদিকে এখন অপুর এই বক্তব্য নিয়ে চর্চা। প্রাক্তন স্বামীর প্রাক্তন স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে ঘৃনা ছড়াচ্ছেন অপু। বুবলি এমনিতেই শাকিবের আচরণে বিরক্ত। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হন। শাকিব তাঁর সঙ্গে অবিচার করেছেন একথাও জানিয়েছিলেন তিনি। তবে, এবার অপুর কথা শুনেই যা বললেন..
অধম উত্তমের দুটি লাইন নিজের ফেসবুকের পাতায় লিখেছেন তিনি। কী সেই লাইন দুটি?
"কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়
তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?"
এখন, এই লাইন চোখে পড়ার পর বেশিরভাগের দাবি, তিনি একথা অপুকে উল্লেখ করেই বলেছেন। পাল্টা উত্তর দিয়েছেন তিনি। একই স্বামীর দুই প্রাক্তন স্ত্রীর মধ্যে যে ডিজিটাল বাক বিতন্ডা, সেটি উপভোগ করেছেন বেশিরভাগ।