Advertisment
Presenting Partner
Desktop GIF

Shakib-Idhika: ইধিকা নাকি শাকিবের 'মায়া'য় জড়ালেন? অভিনেত্রীর দাবি, 'এখনও কোনও সম্ভাবনা নেই..'

Idhika Paul in Shakib Khan's Maya: ফের একবার শাকিবের সঙ্গে কাজ? ইধিকার বক্তব্য আসলে কী?

author-image
Anurupa Chakraborty
New Update
Shakib khan film maya including idhika paul join the cast? Here how she replied tollywood

idhika Paul with Shakib Khan again: মায়া প্রসঙ্গে কী বললেন ইধিকা?

Shaakib Khan's Maya: তিনি বাংলাদেশের সুপারস্টার! তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন সেদেশের নায়িকারা। আর, এখন তো এপার বাংলার বহু নায়িকাই শাকিব খানের ( Shakib Khan ) হিরোইন হওয়ার সুযোগ পেয়েছেন।

Advertisment

এপার বাংলায় মিমি চক্রবর্তী থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমনকি ইধিকা পাল ( Idhika Paul ), সেই তালিকায় রয়েছেন অনেকেই। এবার ফের একবার এপার বাংলার নায়িকার মায়ায় পড়লেন সেই বাংলার টাইগার? বাংলাদেশের নায়িকা পূজা চেরির ( Puja Cherry ) বদলে শাকিব এবার কার সঙ্গে মায়ায় জড়াতে চলেছেন?

জোরকদমে 'তুফানে'র শুটিং করছেন তিনি। ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি। সেই ছবিতেই কাজ করছেন মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty )। আর এবার খবর এসেছে অভিনেত্রী ইধিকা পাল নাকি আবার শাকিবের সঙ্গে মায়ায় জুড়তে চলেছেন?

পূজার 'লিপস্টিক' বাংলাদেশের সিনে দুনিয়ায় বেশ ভাল রেসপন্স পেয়েছে। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এই ছবি নিয়ে নেগেটিভ মন্তব্য পাননি। তবে, শাকিব খানের প্রযোজনায় মায়ায় তিনি থাকছেন না। তাঁর কথায়, "গল্প দেখে অভিনয় করি। মায়ার গল্পও খুব ভাল। কিন্তু ব্যটে বলে এক হয়নি। সেকারণেই তিনি এই ছবিতে নেই। সামনের দিকে হয়তো হবে।"

তবে, ইধিকার কাছে এই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করতেই অভিনেত্রী সাফ জানান... এখনও কিছুই জানেন না। এই নিয়ে কোনও কথা হয়নি। শাকিব খানকে তাদের পরবর্তী ছবি নিয়ে জিজ্ঞেস করা হলে, অভিনেতা জানিয়েছিলেন আগামীদিনে আসবে আরও। তবে, এখনও এইক্ষেত্রে কোনও সম্ভাবনা নেই। ভবিষ্যতে যদি তাঁকে 'মায়া' ছবি নিয়ে কিছু জানানো হয় তাহলে অবশ্যই ভেবে দেখবেন।

উল্লেখ্য, এর আগে ইধিকা প্রিয়তমা ছবির মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর, এবার খাদান ছবিতে দেবের একদম বিপরীতে লিড ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। ফলেই, এখন তাঁর ব্যস্ততা তুঙ্গে।

tollywood Shakib Khan Idhika Paul Entertainment News
Advertisment