Advertisment
Presenting Partner
Desktop GIF

'শাকিব ধর্ষণ করল, শুটিংয়ে কেউ বুঝতেও পারল না..!' ভয়ঙ্কর 'ষড়যন্ত্রের ইঙ্গিত' বুবলির

প্রাক্তন স্বামী হয়ে এবার ময়দানে অভিনেত্রী বুবলি..।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shakib Khan, bangladesh actor Shakib Khan, Shakib Khan rape case, Shakib Khan wife, Shabnam Bubly, bangladesh actress Shabnam Bubly, Shakib Khan Shabnam Bubly, শাকিব খান, শবনম বুবলি, শাকিব শবনম, বাংলাদেশের অভিনেতা, টলিউডের খবর

ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী শবনম বুবলি

দিন কয়েক ধরেই বাংলাদেশের হিট নায়ক শাকিব খানকে নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পাশাপাশি হোটলে যৌনকর্মীদের নিয়ে কাম-উল্লাসের খবরও প্রকাশ্যে এসেছে। এত্তসব বিতর্ক-জল্পনার মাঝে ঘোলা জলে মাছ ধরার প্রচেষ্টায় অনেকে। এবার প্রাক্তন স্বামীর হয়ে ময়দানে কোমর বেঁধে নামলেন বুবলি।

Advertisment

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় শুটিং করতে গিয়েই নাকি নানারকম কুকীর্তি করেন শাকিব। সেই ছবির নাম ছিল অপারেশন অগ্নিপথ। সেই সিনেমারই প্রযোজক রহমত উল্লাহ শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিনেতার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগও ওঠে। জানা যায়, অস্ট্রেলিয়ার যে হোটেলে রাত কাটাতেন শাকিব, সেখানে নিত্যদিনই নতুন নতুন যৌনকর্মী দরকার পড়ত তাঁর। অনেকসময়ে সেই বিশাল খরচ দিতে হত প্রযোজনা সংস্থাকে। যার জন্য প্রযোজনা সংস্থার বাজেটও বেড়ে যায়। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন বুবলি।

প্রাক্তন স্বামীর হয়ে বুবলির মন্তব্য, "শাকিব খান বাংলাদেশের অভিনেতা। যে কিনা প্রায় ২৪ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন। অক্লান্ত পরিশ্রম করে অনেক হিট ফিল্মও উপহার দিয়েছেন। সিনেমা নিয়ে ভাবনাচিন্তাও করেছেন। হঠাৎ করে এহেন অভিযোগ এনে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। এখানেই অবশ্য থামেননি বুবলি।" পাশাপাশি তিনি এও প্রশ্ন ছোঁড়েন যে, "শুটিং চলাকালীন যদি প্রযোজক এত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন-ই হয়ে থাকেন, তাহলে তাঁকে বাদ দেওয়া হল না কেন? সংগঠনগুলিকে অভিযোগ করা হল না কেন? দু পক্ষের কথা শোনা হল না কেন?"

<আরও পড়ুন: বুকের খাঁজে ঝুলছেন হিন্দু-দেবী! ‘নির্লজ্জ, অশ্লীল..’ ভয়ঙ্কর বিতর্কে তাপসী পান্নু>

বুবলি এও বলেন যে, "শাকিব খান যদি দোষ করেই থাকতেন, তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাোঁকে কখনোই শুটিংয়ের অনুমতিই দিতেন না। শাকিব নিজেও অস্ট্রেলিয়ায় যেতেন না। কয়েক বছর ধরেই দেখছি, কোনও একটা চক্র লাগাতার শাকিবকে নিয়ে উঠে-পড়ে লেগেছে। নানাভাবে চক্রান্ত করছে। যেন তাঁকে সরিয়ে দিতে পারলেই রাজা!"

প্রসঙ্গত, শাকিবের দুই স্ত্রী- অপু বিশ্বাস ও বুবলি। যদিও দুই নায়িকার সঙ্গেই তাঁর বিচ্ছেদ ঘটেছে। শুধু তাই নয় , সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়েও বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। তবে শাকিব দুই সন্তানের দেখভালের ব্যয়ভার বহন করেন।

tollywood Bangladesh tollywood news Entertainment News
Advertisment