shakti kapoor son siddhanth kapoor arrested for taking drugs ; ফের এক বলিউড অভিনেতা মাদকজালে, গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত | Indian Express Bangla

ফের এক বলিউড অভিনেতা মাদকজালে, গ্রেফতার শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত

বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্ত-কে

গ্রেফতার সিদ্ধান্ত কাপুর - sjiddhant kapoor, shakti kapoor
গ্রেফতার সিদ্ধান্ত কাপুর

ফের মাদক কাণ্ডে গ্রেফতার বলিউডের এক তারকা। শক্তি কাপুরের ( Shakti Kapoor ) ছেলে সিদ্ধান্ত কাপুরকে ( Shiddhant kapoor ) মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। রেভ পার্টিতে অতিথি হিসেবে গিয়েছিলেন সিদ্ধান্ত, আর তারপরেই ঘটেছে এই ঘটনা।

কর্ণাটকের একটি রেভ পার্টিতেই ডিজে হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধান্ত। মাদক নিয়েছিলেন তিনিও। তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার পরেই পরীক্ষা করা হয়, এবং রিপোর্ট পজিটিভ আসে। বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার ভিমশঙ্কর এস জানান, তদন্ত চলছে, কেস ফাইল করা হয়েছে।

আরও পড়ুন [ ভয়ঙ্কর ডিপ্রেশনে ভুগছেন আরিয়ান, ছেলেকে রাতে ঘুম পাড়িয়ে দেন শাহরুখ ]

অফিসিয়াল সুত্রে খবর, পুলিশ সেই পাঁচতারা হোটেলে অভিজান চালান। ৩৫ জনকে গ্রেফতার করার পর সকলেরই মেডিক্যাল টেস্ট করা হয়েছে, যাতে জানা গেছে ৬ জন মাদকের নেশা করেছিলেন। সিদ্ধান্তকে আজ কোর্টে পেশ করাও হতে পারে।

এর আগে মাদক কাণ্ডে উঠে এসেছিল অভিনেতা সোহেল খান এবং আরবাজ খানের ছেলের নামও। একটি পার্টিতেই তাঁদের দুজনকে অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল। শাহরুখ পুত্র আরিয়ানকেও গ্রেফতার করা হয় মাদক পাচার কাণ্ডে, যদিও তাঁকে বেশ কিছুদিন আগে বেকসুর খালাস করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shakti kapoor son siddhanth kapoor arrested for taking drugs

Next Story
চড়ুইয়ের বারোটা বাজাতে কড়া সিদ্ধান্ত লালনের! ফুলঝুরির সঙ্গে সম্পর্ক কোন দিকে বাঁক নেবে?