/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/rs.jpg)
Mukesh Khanna teased Ranveer singh: রণবীরকে কী বললেন তিনি?
Shaktiman Slammed Ranveer Singh: শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না ফের একবার সরব সোশ্যাল মিডিয়ায়। কেন? এমনিও নানা বিষয়ে তিনি আলোচনা করেন। সমালোচনা করতেও দেখা যায় তাঁকে। তবে, এবার সাফ তিনি নিজের জনপ্রিয় চরিত্র নিয়েই কথা বললেন...
শক্তিমান ( Shaktimaan ) হিসেবেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সারা বিশ্ব চেনে ওই চরিত্রে। এবার, অভিনেতার সেই চরিত্র নাকি ছিনিয়ে নিচ্ছেন রণবীর সিং! এমন খবরেই তিনি উদ্বিগ্ন। কী বললেন বর্ষীয়ান অভিনেতা? তাঁর যা বয়স হয়েছে তাতে করে, অভিনেতার পক্ষে আর শক্তিমানের চরিত্রে অভিনয় করা সম্ভব না। কিন্তু...
রণবীর সিং ( Ranveer Singh ) এই চরিত্রে অভিনয় করুন, সেটা মোটেই চান না তিনি। তাই তো, প্রকাশ্যে তিনি মাটি থেকে পা তুলে নিলেন। এবং, এও বললেন... "পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একমাসের ওপর এই খবর। রণবীর নাকি বড় পর্দায় শক্তিমান করবে। আর, এতে অনেকেই রাগ করেছিল। আমি চুপ ছিলাম।" তবে, আর তিনি থেমে থাকতে পারলেন না। রাগের চোটে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন - সফল হল পরিশ্রম, সেলিব্রিটি ক্রিকেট লিগ জিতলেন বেঙ্গল টাইগার্সরা! অধিনায়ক যীশু একাই কিনলেন সুনাম?
Pura social media mahinon se is rumour se bhara pada tha ki Ranveer karega Shaktimaan. Aur har koi naaraz tha ise lekar. Main chup raha. . Lekin jub channels ne bhi elaan karna shuru kar diya ki Ranveer sign ho gaya hai. To mujhe muhn kholana pada. Aur maine bol diya ki aisi… pic.twitter.com/SILp3kjImJ
— Mukesh Khanna (@actmukeshkhanna) March 17, 2024
আরও বললেন, "যখন চ্যানেল এই বিষয়ে জানানো শুরু করল যে রণবীরকে নাকি সাইন করা হয়েছে। তখনই আমি বলতে শুরু করলাম। আমি সোজাসুজি বলছি, যত বড় স্টার হোক না কেন, এরম ইমেজের একজন ব্যাক্তি কখনোই শক্তিমান করতে পারে না। আমি আমার পা নামিয়ে নিলাম নীচে। এবার, দেখুন আগে আগে কী হয়!"
উল্লেখ্য, এর আগেও রণবীরকে নিয়ে ট্রোল করা হয়েছিল কারণ তিনি শাহরুখের বদলে ডন-৩ ছবিতে জায়গা পেয়েছিলেন। অমিতাভ বচ্চনের পর শাহরুখকে ডন হিসেবে ভাল্বেসেছিল গোটা দেশ। কিন্তু, তাই বলে রণবীর সিং? এহেন কাণ্ডে রেগেছিলেন অনেকেই।