scorecardresearch

বিশ্বের সবচেয়ে বড় সুপারহিরো ‘শক্তিমান’! ট্রিলজি নিয়ে বিরাট ঘোষণা মুকেশ খান্নার

এবারও থাকবে নানা চমক, জানালেন অভিনেতা মুকেশ খান্না

বিশ্বের সবচেয়ে বড় সুপারহিরো ‘শক্তিমান’! ট্রিলজি নিয়ে বিরাট ঘোষণা মুকেশ খান্নার
শক্তিমান ফিরছে বড়পর্দায়

সন্ধ্যে হলেই সে এক দমদার মিউজিক! শক্তিমান এর শব্দে কেঁপে উঠতে টেলিভিশনের পর্দা। এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে যারা এই শো দেখেননি, সবথেকে বড় আকর্ষণ খোদ শক্তিমান মুকেশ খান্না। আর বহুল প্রচলিত এবং চর্চিত সেই শক্তিমান ফের কামব্যাক করছেন, তাও আবার সিনে পর্দায়। বিশ্বাস হচ্ছে না? জানিয়েছেন মুকেশ খান্না ( Mukesh Khanna ) নিজেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার প্রসঙ্গে নিজেই খোলাসা করেছেন তিনি। ট্রিলজি নির্মিত হবে শক্তিমান নিয়ে – অভিনেতা বললেন, দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের ওপর কাজ করছেন, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন…. শুধুই কি খুশি? না একেবারেই নয়! বরং স্বস্তির নিশ্বাস ফেলে জানালেন দর্শকদের দেওয়া কথা রাখতে পারে যথেষ্ট পরিতৃপ্ত তিনি, অবশেষে যে সিনেমাটি আসতে চলেছে সেই আগ্রহ দেখবার মত। 

শক্তিমানের ভূমিকায় কি তিনিই থাকছেন? সম্পূর্ণ বিষয়টিকে গোপন রেখেছেন সকলেই। তিনি সিনেমার সঙ্গে যুক্ত এটি একেবারেই পরিষ্কার, তবে কাস্টিং থেকে পরিচালনা – নতুনত্ব থাকবে অবশ্যই। আশ্বস্ত করেছেন মুকেশ, বলছেন শক্তিমানের ক্ষমতা থেকে শক্তি সবকিছুই একরকম থাকবে কিন্তু চারিপাশের পরিস্থিতি এবং পরিবেশে থাকবে বদল। নিজেকেই সবথেকে বড় সুপারহিরোর তকমাও দিলেন মুকেশ, তার বক্তব্য – শক্তিমানের যা ক্ষমতা আছে তেমন আর কারওর নেই। 

বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই উচ্চমানের এক রূপ দেওয়া হবে, এর নিজস্বতা যেমন থাকবে তেমনই মানুষ পুরনো গন্ধ ফিরে পাবেন বলেই মনে করছেন অভিনেতা। উল্লেখ্য, দূরদর্শন টিভিতে আট বছরের জন্য এই শো সম্প্রচারিত হয়, সাফল্য ছিল দেখবার মত। হলিউডের ব্যাটম্যান কিংবা সুপারম্যানের মত শক্তিমানের অনুরাগী কম ছিল না…পুনরায় সেই একই উন্মাদনা কাজ করে কিনা সেটিই দেখবার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shaktiman will comeback in silver screen said actor mukesh khanna