'মানব কম্পিউটার'-এর চরিত্রে বিদ্যা বালান

শকুন্তলা দেবীর বায়োপিকের টিজার প্রকাশ্যে আনলেন বিদ্যা বালান। ছবিতে তাঁকেই দেখা যাবে মুখ্য ভূমিকায়। শকুন্তলা দেবী পরিচিত 'মানব কম্পিউটার' নামে।

শকুন্তলা দেবীর বায়োপিকের টিজার প্রকাশ্যে আনলেন বিদ্যা বালান। ছবিতে তাঁকেই দেখা যাবে মুখ্য ভূমিকায়। শকুন্তলা দেবী পরিচিত 'মানব কম্পিউটার' নামে।

author-image
IE Bangla Web Desk
New Update
vidya

শকুন্তলা দেবীর ভূমিকায় বিদ্যা বালান। ফোটো- টুইটার

মানব কম্পিউটার, গণিতে বিস্ময়কর ক্ষমতার জন্য এই নামেই পরিচিত শকুন্তলা দেবী। সোমবার মুক্তি পেল বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবীর বায়োপিকের টিজার। শকুন্তলা দেবী লুকে দেখা মিলল বিদ্যার। 'লন্ডন প্যারিস নিউইয়র্ক' ছবির পরিচালক অনু মেননের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। এদিন শুরু হল ছবির শুটিং।

Advertisment

শকুন্তলা দেবী একজন লেখিকা এবং তাঁকে ক্যালুলেটর মানুষও বলা হয়ে থাকে। ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে ভারতে ফিরে বিয়ে করেন আইপিএস অফিসার পরিতোষ বন্দ্যোপাধ্যায়কে। যদিও ১৯৭৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত হয়। জ্যোতিষবিদ্যায়ও পারদর্শী ছিলেন শকুন্তলা দেবী।

আরও পড়ুন, সোনুর কণ্ঠে ‘গুমনামী’র প্রথম গান ‘সুভাষজি’

Advertisment

ছবি সম্পর্কে বিদ্যা আগে বলেছিলেন, ''আমি ভীষণ উত্তেজিত শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয়ের জন্য। নিজের অভিনবত্বের জন্য জনপ্রিয় মানুষ, তাও মহিলা, সাহস ও সাফল্যের অনবদ্য মিশ্রণ।'' ছবিতে বিদ্যা বালানের স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

bollywood movie