উনিশের দশকে বলিউডে পা রেখেছিলেন শঙ্কর মহাদেবন। গানটা ছিল ব্রেথলেস। জাভেদ আখতারের কথায় এক নিঃশ্বাসে দু মিনিট দশ সেকেন্ডের গানটি গেয়েছিলেন এই মিউজিক কম্পোজার। কুড়ি বছর পর আবার ব্রেথলেস রেকর্ড করলেন শঙ্কর মহাদেবন। তবে এবারে গানের কথা আলাদা। কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনা নিয়ে গান বেঁধেছেন তিনি। নরেন্দ্র মোদী সরকারের সমস্ত কর্মসূচির উল্লেখ করে দেশেকে অদম্য অর্থাৎ 'নন স্টপ' বলেছেন গায়ক।
Advertisment
গানটি নিজেই টুইটারে শেয়ার করেছেন শঙ্কর মহাদেবন।
Non stop India!
A tribute to our vibrant nation and the new heights of development we are scaling. Jai Hind! ????????#IndependenceDay2018
আর এই সে পুরোনো ১৯৯৮ -এর ব্রেথলেস, যে গান গেয়ে কার্যত বলিউডের তাবড় গায়কদের প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। জানান দিয়েছিলেন হিন্দি সিনেমার জগতে সদর্পে পা রাখছেন তিনি। তবে এবার গানের উদ্দেশ্যটা আলাদা। ভারতের এগিয়ে চলাকে শ্রদ্ধা জানাতেই এই প্রয়াস তাঁর। তাই স্বাধীনতা দিবসের দিনেই গানটি টুইট করেছিলেন তিনি।