/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/shantanu-maheswari-as-ramnik-lal-in-gangubai.jpg)
শান্তনু মাহেস্বরি
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির কলাকুশলীদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এরই মাঝে সিনে পর্দায় এক নয়া মুখ কিন্তু ঝুলি ভরে নিয়েছে আপামর দর্শকদের, তিনি শান্তনু মাহেস্বরী ( Shantanu Maheswari )। তাকে অনেকেই চেনেন, আবার কারওর কারওর কাছে বেশ অচেনা মুখ... বিশেষ করে তরুণী মহলে বেশ জনপ্রিয় শান্তনু, তবে এত বড় মাপের একটি ছবি, এমন দাপটে পরিচালক কীভাবে নিজেকে তৈরি করেছিলেন অভিনেতা? জানালেন নিজেই...
শান্তনু ক্যারিয়ারে অভিষেক ঘটান চ্যানেল ভি এর জনপ্রিয় শো দিল দোস্তি ড্যান্স দিয়ে... অভিনয় করেছিলেন স্বয়মের ভূমিকায়। বানসালি প্রোডাকশনের ছবিতে কীভাবে সুযোগ পেলেন তিনি? স্বয়ম বললেন, "সে বছর দুয়েক আগের কথা...২০১৯ এই ফোন আসে অডিশনের জন্য। আমি বিশ্বাসই করতে পারিনি। আমার মনে আছে সঞ্জয় স্যারের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত, কি রোমাঞ্চকর অনুভূতি...সবথেকে আশ্চর্যের ব্যাপার সঞ্জয় স্যার আমার ফিচার খুঁটিয়ে দেখছিলেন, অভিনয় দক্ষতা পরখ করছিলেন। আর আমি নিজেকে একটাই কথা বোঝাচ্ছিলাম, যাই হোক! বোকার মত কথা বার্তা বলবে না। তবে এই সিনেমার মাধ্যমে অনেক কিছু শিখেছি।"
নাচের প্রতি প্রথম থেকেই অগাধ ভালবাসা তার। জানিয়েছিলেন মধ্যবিত্ত এক মারওয়ারি পরিবার থেকে আসার পরেও নাচকেই ধ্যান জ্ঞান বলে মানতেন। ছোট থেকেই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তবে পেশা হিসেবে নেবেন এই চিন্তা ভাবনা আসে নি, পরবর্তীতে যখন বোম্বে কলেজে পড়াশোনা করতে আসেন সেই থেকেই নাচ তার জীবনের আলাদা অঙ্গ হয়ে দাঁড়ায়।
পরিবারের থেকে কীরকম সাপোর্ট পেতেন শান্তনু? অভিনেতা বললেন, "তখন বয়স সবে ১৯। সকালে শুটিং করতাম, রাত্রে নাচের অনুশীলন করতাম। তারসঙ্গে পড়াশোনাও চালিয়ে গেছি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতাম। মাঝে মাঝে কষ্ট হত, শরীর সঙ্গ দিত না তবে স্বপ্ন দেখা একদম ছাড়িনি। অভিযোগের সময় ছিল না, মা ভীষণ ভাবে পাশে ছিলেন। তিনি নিজেও নাচ শিখতেন, ভালবাসতেন আর আমাকে ক্যামেরার সামনে দেখা ছিল তার স্বপ্ন। গাড়ি কিনে প্রথম উপহার মা কেই দিয়েছিলাম.... এগুলো যেন স্বপ্নপূরণ!"