Advertisment
Presenting Partner
Desktop GIF

বাংলা ধারাবাহিকে এবার বাঘ-মানুষের প্রেমের গল্প

হিন্দি ছবি 'জুনুন' অথবা হলিউড ছবি 'টোয়ালাইট'-এ শেপশিফটারদের প্রেম করতে দেখেছেন দর্শক। এবার এমন একটি ভাবনা নিয়ে আসছে নতুন বাংলা ধারাবাহিক 'বাঘ বন্দি খেলা।'

author-image
IE Bangla Web Desk
New Update
Shape Shifter tiger-human romantic story in Zee Bangla Bagh Bondi Khela

'বাঘ বন্দি খেলা'-তে রুবেল ও ঈশানী। ছবি: জি বাংলা প্রোমো থেকে

বাংলায় আরবান ফ্যান্টাসি ধারাবাহিক বেশ কমই হয়েছে। হাতে গোনা যে কয়েকটি সাম্প্রতিককালে এসেছে সেগুলি সবই গোস্ট কমেডি। তার মধ্যে রয়েছে 'ভুতু' বা হালের 'চুনি-পান্না'। কিন্তু শেপশিফটারদের নিয়ে আরবান ফ্যান্টাসি বাংলা ধারাবাহিকে কখনও আসেনি। তেমনই একটি ধারাবাহিক নিয়ে আসতে চলেছে জি বাংলা-- 'বাঘ বন্দি খেলা'। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো।

Advertisment

শেপশিফটার এবং ওয়্যারউলফদের নিয়ে প্রচুর গল্প-উপন্যাস রয়েছে ইংরেজি সাহিত্যে। কিন্তু স্টিফানি মেয়ার-এর 'টোয়ালাইট' সিরিজে ভ্যাম্পায়ার ও ওয়্যারউলফরা সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিয়েছে। তারা মানুষের সঙ্গে প্রেম করেছে। 'টোয়ালাইট' ফ্যান্টাসি সাহিত্যে একটি পাথব্রেকিং সিরিজ। যে চরিত্র দুটি ছিল হরর সিরিজের কেন্দ্রবিন্দু, স্টিফানি মেয়ার সেই দুটিকেই প্রেমিক-চরিত্রে পরিণত করেছেন। কিন্তু এদেশে শেপশিফটারদের প্রেমের গল্প তার অনেক আগেই বলা হয়েছিল সিনেমায়। এদেশের রূপকথার গল্পগুলিতেও শেপশিফটিংয়ের রেফারেন্স রয়েছে। ইচ্ছাধারী নাগ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

Junoon রাহুল রায় ও পূজা ভাট অভিনীত 'জুনুন'-এর পোস্টার।

আরও পড়ুন: টেলিপর্দার সেরা ৫ নায়ক-অভিনেতা ২০১৯

মেয়ার-এর প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় ২০০৫ সালে।। তার প্রায় ১৩ বছর আগে মুক্তি পায় হিন্দি ছবি 'জুনুন', যেখানে ঠিক এমনই একটি অসম্ভব প্রেমের কাহিনি দেখেছিলেন দর্শক। নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন রাহুল রায় ও পূজা ভাট। সদ্য প্রকাশিত 'বাঘ বন্দি খেলা'-র দ্বিতীয় প্রোমো-তে তেমনই একটি গল্পের আভাস মিলল যেখানে নায়ক বিশেষ কিছু মুহূর্তে আর মানুষ থাকে না-- হয়ে যায় বাঘ।

এমন একটি চরিত্রের সঙ্গে এক মানবীর প্রেম ও দাম্পত্য কেমন হতে পারে, ঠিক কী কারণেই বা মানুষ থেকে বাঘে পরিণত হয় নায়ক-- এ সব কিছু নিয়েই জমে উঠবে ধারাবাহিক, এমনই আভাস পাওয়া গিয়েছে সাম্প্রতিক প্রোমোতে যা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে--

ধারাবাহিকে নায়কের ভূমিকায় রয়েছেন রুবেল দাস এবং নায়িকার ভূমিকায় ঈশানী দাস। প্রোমোতে দেখা গিয়েছে যে পূর্ণিমার রাতে ঠিক বারোটা বাজার সময়ে মানুষ থেকে বাঘে রূপান্তরিত হচ্ছে নায়ক। হিন্দি ছবি 'জুনুন'-এও এমনই একটা বিষয় দেখেছেন দর্শক। কিন্তু এই ধারাবাহিকের গল্পের সঙ্গে 'জুনুন'-এর গল্পের সম্পর্ক নেই, এমনটাই জানালেন রুবেল দাস।

''আমার কাছে এই প্রজেক্টটা একদম অন্য রকম। 'ভানুমতীর খেল'-এ একজন ম্যাজিশিয়ানের চরিত্র ছিল। সেটা যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনই এটাও। সিদ্ধার্থর মতো একটা চরিত্র পেয়ে আমার নিজেকে খুব লাকি মনে হচ্ছে'', ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন রুবেল, ''অনেকেই বলছে এটা 'জুনুন' কিন্তু এখানে প্লটটা আলাদা আর সেখানে আমার অভিনয়ের প্রচুর সুযোগ রয়েছে। আমি আমার সেরা-টা দেওয়ার চেষ্টা করব।'' আগামী ৬ জানুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসছে এই ধারাবাহিক জি বাংলা-য়।

Bengali Serial Bengali Television
Advertisment