আমি বাংলা কেন বলতে যাব..? বাংলা ভাষাকে অপমান! পাশের দেশ বাংলাদেশে গিয়ে বাংলা বলতে অস্বীকার করলেন শর্মিলা ঠাকুর ( Sharmila Tagore )! কিন্তু কেন?
অভিনেত্রী বেশ ভালই বাংলা বলতে পারেন। কলকাতায় এসেও বাংলা বলেন। তবে, এবার ঢাকা গিয়েই তাঁর ভোল পাল্টে গিয়েছে। বাংলা বলতে অস্বীকার করলেন তিনি। সেখানে গিয়েই ইংরেজি বলতে শুরু করলেন। হাজারো অনুরোধের পরেও তিনি বাংলা বললেন না। উল্টে যা বললেন...
দুদিনের জন্য ঢাকা সফরে গিয়েছেন শর্মিলা ঠাকুর। বিশেষ আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি। বিশ্বব্যাপী একটি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে শর্মিলা ঠাকুর নিজের মনের কথা বলতে গিয়েই ইংরেজিতে কথা বলা শুরু করলেন। কতটা আপ্লুত তিনি এই মঞ্চে আসতে পেরে সেটাই বলছিলেন। তারপরেই তাঁকে এক ব্যাক্তি অনুরোধ করেন ম্যাডাম বাংলা বলুন। বাংলাদেশের রাস্তা ঘাট থেকে বেশ কিছু ব্র্যান্ডের নাম, এমনকি অনেককিছুই বাংলায় লেখা থাকে। তাই, এই অনুরোধ নেহাতই অসম্ভব না। তবে, এখানেই আপত্তি জানালেন ভারতীয় অভিনেত্রী।
আরও পড়ুন - Ayodhya Rammandir: রামমন্দির মিলিয়ে দিল পুরনো সম্পর্ককে! একযোগে অযোধ্যার পথে রজনীকান্ত ও জামাই ধনুশ?
কেন এমন করলেন তিনি? ( Sharmila Tagore in Bangladesh )
তিনি প্রকাশ্যে বললেন, "এখানে বাংলা কেন বলতে যাব! সবাই তো জানে যে আমি বাংলা বলতে পারি। কী? আপনারা জানেন না? আমি তো বাংলা বলি সবসময়। কিন্তু, এটা তো একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনেক বিদেশের মানুষরা আছেন। সুতরাং, আমার মনে হয় ইংরেজিটা একদম ঠিক হবে।" যদিও, এই কথার পরপরই তাঁকে করতালি দিয়ে সহমত জানান বাকিরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউডের এক রিয়ালিটি শোয়ে গিয়ে শর্মিলা বাংলা নিয়ে বেশ কিছু কথা বলেন। তিনি এমনও বলেছিলেন, আমরা যদি হিন্দি ভাষা বুঝতে বলতে পারি, তাহলে বাকিরা কেন বাংলা বলতে পারবেন না। এইটুকু বলার পরেও বেশ সাধুবাদ পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত, বহুবছর পর তিনি ফিরেছিলেন অভিনয়ে। গুলমোহর ছবিতে, তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল।