Advertisment

প্রথম বিকিনি পড়লেন শর্মিলা, প্রশ্ন উঠল পার্লামেন্ট অবধি!

মায়ের কারণে সইফ যা যা কানে নিলেন, আজও বিশ্বাস করতে পারেন না...

author-image
Anurupa Chakraborty
New Update
Sharmila Tagore Bangladesh tour Bollywood heroine said not speaking Bengali

শর্মিলা কী বললেন বাংলাদেশে গিয়ে? ছবি-সংগৃহীত

তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি সাহস দেখিয়েছিলেন ক্যমেরার সামনে বিকিনি পড়ার। সেই বিয়ে করে মারাত্মক বিতর্ক হয়েছিল, একথা বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না।

Advertisment

সেদিনের, সেই ঘটনা আজও তরতাজা শর্মিলার (Sharmila Tagore ) মনে। অভিনেত্রী সেদিন যা যা সামনা করেছিলেন যেন ভয়ঙ্কর। প্রথম কোনও নায়িকা, তাও সেই যুগে বিকিনি পড়েছিলেন। ফটোগ্রাফার নিজেও যেন, অস্বস্তিতে ছিলেন। সম্প্রতি, কফি উইথ করণের ( Koffee with Karan ) নতুন এপিসোডে ছেলে সইফকে নিয়ে হাজির হয়েছিলেন শর্মিলা। সেখানেই তিনি যা যা বললেন...

অভিনেত্রীর নিজের মন্তব্য শুরু করার আগেই সইফ বলেন, "আমার মাকে এভাবে দেখে আমার বন্ধুরা হোস্টেলে জিজ্ঞেস করত, এটা তোমার মা? সত্যিই?" ছেলের কথা শুনে হেসে ফেলেন শর্মিলা। বলেন, ফটোগ্রাফার তো অস্বস্তিতে ছিল। কিন্তু, আমি যেটা ভাবতে পারিনি। সেটাই হয়ে গেল। একরকম ভেবেছিলাম, আরেক রকম হল। এখানেই শেষ না। অভিনেত্রী আরও বলেন..

আরও পড়ুন - ‘২০২৪- ই আমার শেষ..!’ টলিপাড়ায় আতঙ্ক, শ্রীলেখার স্বীকারোক্তিতে উদ্বিগ্ন তারকারাও

"আমি তখন লন্ডনে। এদিকে, এখানে এত কান্ড ঘটে গিয়েছে। আমি তো জানতাম না, যে এরকম হতে পারে। লোকজন ভাবতে শুরু করেছিল, আমি সকলের চোখে ধরা পড়ার জন্য এসব করছি। কিন্তু সেসব না। আমায় শক্তি জি যদি সেদিন ফোন না করতেন আমি জানতাম না যে এখানে এসব হচ্ছে। উনি, সোজা আমায় বললেন, পাবলিকের চোখে ধরা পড়ার জন্য এসব করার দরকার পড়ে না। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে পার্লামেন্ট পর্যন্ত প্রশ্ন উঠেছিল।"

কীভাবে সবটা সামলেছিলেন তিনি?

বর্ষীয়ান অভিনেত্রীর তখন পুরোটাই একা থাকতে মন চেয়েছিল। তিনি বলেন, আমি একদম একা থাকতে শুরু করেছিলাম। টাইগারকে ( মনসুর আলী খান পতৌদি ) একটা টেলিগ্রাম করলাম, তো ও সোজা বলল আমি জানি তোমায় দেখতে খুব সুন্দর লাগছিল। তো, এটাই আমার সাপোর্ট সিস্টেম ছিল।

bollywood tollywood Entertainment News Sharmila Tagore
Advertisment