Soha Ali Khan on Sharmila Tagore: আজ রিলিজ করেছে পুরাতন। এই ছবিতেই বহুবছর পর দেখা গিয়েছে শর্মিলা ঠাকুরকে। এমন একজন অভিনেত্রী, যিনি দীর্ঘ এতগুলো বছর মানুষের মনোরঞ্জন করেছেন। এখন তাঁর বয়স প্রায় ৮০। শেষ গুলমোহর ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছিলেন। আর এবার, বাংলা ছবি পুরাতন। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
কিন্তু, এতদিনে মোক্ষম কথা জানা গিয়েছে সোহা আলী খানের তরফে। সোহা, যিনি সবসময় তাঁর মায়ের পদাঙ্ক অনুসরণ করে চলেন, তাঁকেই রোল মডেল হিসেবে দেখেন, মায়ের প্রসঙ্গেই এমন এক কথা বলে ফেলেছেন, যেটি সমাজের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাঁর বাবা মনসুর আলী খান পতৌদির ক্রিকেট চর্চা লেগেই থাকে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি নানা মাইলস্টোন অর্জন করেছেন। কিন্তু, সোহার কথায় তাঁদের সংসার খরচ চলত মায়ের পয়সায়!
হ্যাঁ, সোহা আলী খানকে ঠিক এমনই মন্তব্য করতে শোনা গেল। অভিনেত্রী তাঁর পরিবারে ওয়ার্কিং ওমান কালচার দেখেই বড় হয়েছেন। বরং, তাঁর বাবা নামজাদা ক্রিকেট খেলোয়াড় হওয়ার পরেও একটা সময় পর তিনি কোনও টাকা পয়সা উপার্জন করতেন না। সোহা আলী খান, তাঁদের সংসারে মায়ের কৃতিত্বের কথা উল্লেখ করেই বললেন... আমরা সবসময় এমন সব মানুষের মাধ্যমে অনুপ্রেরিত হই, যারা আমাদের খুব কাছের। আমাদের কাছে এমন একজন আমাদের বাবা। আমি জন্মানোর পর দেখেছি, বাবা ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। উনি ক্রিকেট খেলতেন, কিন্তু আনন্দ উপভোগের জন্য, তাতে কোনো পয়সা ছিল না। হয়তো কেউ বিশ্বাস করবেন না। কিন্তু এটাই ছিল। এখানেই থামলেন না তিনি। এরপরই জানালেন, সংসার কী করে চলতো তাঁদের?
মা শর্মিলা তখন বলিউডের বিরাট নাম। একের পর এক ছবি হিট দিচ্ছেন। যদিও, সন্তানদের দিকে তাকিয়ে বহু রোল তিনি হাতছাড়া করেছেন। কিন্তু, অভিনেত্রী বলেন, আমাদের বাড়িতে মা ছিলেন সংসার চালানোর কান্ডারী। তাই বাবাকেও বলতে শুনতাম, যে তোমার যেটা মন চায় সেটা করো। আমার মা, ১৩ বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। ২৪ বছরে বিয়ে করেন উনি, কিন্তু অভিনয়ের সঙ্গে কোনোদিন কার্পণ্য করেননি। সন্তান আসার পরও নিজের কাজ করে গিয়েছেন, এর থেকে বড় আর কী হতে পারে?"