মেয়ে এবং বৌমার মধ্যে ফারাক কী? বললেন শর্মিলা ঠাকুর

করিনা কাপুর খানের রেডিও শো-চে এসেছিলেন শর্মিলা ঠাকুর। সেখানে বৌমার নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। কিছু মজার তো কিছু সিরিয়াল আলোচনায় মাতলেন শাশুড়-বৌমা।

করিনা কাপুর খানের রেডিও শো-চে এসেছিলেন শর্মিলা ঠাকুর। সেখানে বৌমার নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। কিছু মজার তো কিছু সিরিয়াল আলোচনায় মাতলেন শাশুড়-বৌমা।

author-image
IE Bangla Web Desk
New Update
sharmila kareena

করিনা কাপুরের রেডিও শোয়ে শর্মিলা ঠাকুর।

সম্প্রতি করিনা কাপুর খানের রেডিও শো-তে এসেছিলেন শর্মিলা ঠাকুর। প্রথমবার টেলিভিশনের পর্দায় একসঙ্গে দেখা গেল শর্মিলা-করিনাকে। দশ মিনিটের সাক্ষাৎকারে কিছু মজার তো কিছু সিরিয়াল আলোচনায় মাতলেন শাশুড়-বৌমা। করিনার প্রশ্নের উত্তরে দর্শকের মন জিতলেন শর্মিলা ঠাকুর। পটৌদি পরিবারের বিভিন্ন ধরনের সদস্যের কথাও জানালেন তারা।

Advertisment

প্রথম প্রশ্নেই করিনা জানতে চেয়েছিলেন মেয়ে ও শাশুড়ির মধ্যে পার্থক্য কী, শর্মিলা বললেন, ''মেয়ে, যাঁর সঙ্গে তুমি বেড়ে ওঠো। সুতরাং, তাঁর সমস্ত অনুভূতি তুমি জান। বুঝতে পার কীভাবে তাঁর রাগ কিংবা দুঃখের সঙ্গে মোকাবিলা করবে। কিন্তু তোমার বৌমার সঙ্গে আলাপ হয় যখন সে পরিণত। তাঁর টেম্পারমেন্ট তুমি জানো না বললেই চলে। তাঁকে মেশার সময় দিতে হবে। তাঁকে সহজ করার দায়িত্ব বাড়ির বাকি লোকের।''

আরও পড়ুন, সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এর লুক, বাজিমাত অনির্বাণের

Advertisment

মনসুর আলি খান পটৌদির সঙ্গে বিয়ের পরের অভিজ্ঞতাও শেয়ার করলেন শর্মিলা। কীভাবে তিনি পরিবারে মানিয়ে নিয়েছিলেন নিজেকে, বললেন বিয়ের পর মানিয়ে নেওয়া বিষয়টা ছোট মনে কিন্তু আদতে তা নয়।

আরও পড়ুন,বলিউড না হলিউড, ব্যবসায় এগিয়ে কোন ছবি

তৈমুর প্রসঙ্গে শর্মিলার বক্তব্য, ''আশা করব অনুষ্কা-বিরাটের সন্তান হওয়ার পর তৈমুরের উপর থেকে মিডিয়ার নজর সরবে।'' তবে নিজের চার নাতি-নাতনি- তৈমুর, ইনায়া, সারা এবং ইব্রাহিম প্রত্যেকেই ভীষণ প্রিয় বলেই জানান শর্মিলা। সারার সাক্ষাৎকার ভালবাসেন শর্মিলা এবং ইব্রাহিমের ক্রিকেটের প্রতি ভালবাসা তাঁকে আনন্দ দেয়।

Read the full story in English 

bollywood