Sharmila Tagore - Satyajit Ray: অরণ্যের দিনরাত্রি প্রিমিয়ার হয়, কান চলচ্চিত্র উৎসবে। সিনেমার বহু বছর পর, এটিকে আবার নতুন করে রিস্টোর করা হয়। এবং সত্যজিৎ রায়ের ক্লাসিক কালট সিনেমাটিকে দারুণভাবে সেলিব্রেট করা হয় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা দুই সদস্য। যাদের এই ছবির জন্য বেছে বেছে কাস্ট করেছিলেন মিস্টার রায়। শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুর মজা করে এও বলেছিলেন, একমাত্র আমি আর সিমি বেঁচে আছি।
এই ছবির সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। কিন্তু ছবির সঙ্গে থাকা মানুষগুলো আর নেই। সত্যজিৎ রায় তো সেই কবেই চলে গিয়েছেন। একে একে চলে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু রয়েছেন শর্মিলা এবং সিমি। পরনের সবুজ রঙের শাড়ি, শর্মিলা যেন এভারগ্রীন। আর এই ছবির সময় তখন শর্মিলা যথেষ্ট অল্প বয়সের। কিন্তু সেই বয়সেও তিনি সাহস দেখিয়েছিলেন, সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নেওয়ার। কিংবদন্তি পরিচালককে কি এমন জিজ্ঞাসা করেছিলেন শর্মিলা যা তাঁর আজও মনে আছে?
সত্যজিৎ রায়ের বহু ছবিতেই কাজ করেছেন শর্মিলা। অপু ট্রিলজির অপুর সংসার হোক কিংবা অরণ্যের দিনরাত্রি অথবা নায়ক, নানা ছবিতে তাঁকে দেখা গিয়েছে। শর্মিলা বলেন, আমি একবার সত্যজিৎ রায়কে জিজ্ঞাসা করেছিলাম, বলা উচিত তার সাক্ষাৎকার নিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, তার সবথেকে পছন্দের ছবি কোনটি? যেগুলো তিনি নির্মাণ করেছে তার মধ্যে? মিস্টার রায় আমাকে উত্তর দিয়েছিলেন.. অবশ্যই অপু ট্রিলজির কথা বলতে হয়। কারন আমার শুরুটাই এই ছবিগুলো দিয়ে হয়েছিল। এবং ওই ছবি নিয়ে আমার মনে একটা আলাদাই সফ্ট কর্নার আছে। এখানেই থামলেন না তিনি।
তার আরেকটি পছন্দের ছবির মধ্যে চারুলতার নাম তিনি নিয়েছিলেন। এই ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়। এবং অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং তৃতীয় ছবিটি ছিল অরন্যের দিনরাত্রি। সত্যজিৎ রায়, শর্মিলা ঠাকুর কে বলেছিলেন যে আমার মনে থাকবে তুমি ওই ছবিতে কিরম ভাবে কাজ করেছিলে। প্রসঙ্গে তিনি জানান এক সাক্ষাৎকারে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মাস্টার রায়ের অরণের দিনরাত্রি প্রিমিয়ার হওয়ার পর স্ট্যান্ডিং ওভেশন পান সিমি এবং শর্মিলা। সকলকে ধন্যবাদ জানান তারা।