/indian-express-bangla/media/media_files/2025/04/12/GDDw4QYtrBqZIfsaNssO.jpg)
sharmila: কাকে বাঙালির রাগ দেখিয়েছিলেন শর্মিলা?
Sharmila Tagore: তাঁকে বলিউডি কাশ্মীর কি কলি বলা হয়ে থাকে। তাঁর সৌন্দর্য মুগ্ধ করেছিল সকলকে। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি টু পিস পরে কভার ম্যাগাজিনকে তাক লাগিয়েছিলেন। কিন্তু, শর্মিলার বেশ মেজাজ ছিল বলিপাড়ার বুকে। সময়ের কদর করতে জানতেন তিনি। অভিনেত্রী হিসেবে খুব নিয়মানুবর্তিতা মেনে চলতেন। এখানেই শেষ না। বাঙালি হিসেবেও খুব ঠোঁটকাটা ছিলেন।
সেইসময় বলিউডে দুটি শিফটে কাজ হতো। এবং অনেকসময় দেখা যেত একই জুটি একসঙ্গে দুটি শিফটে কাজ করছে। শর্মিলার ক্ষেত্রেও তাই হয়েছিল। অভিনেত্রী তখন হরি ভাই অর্থাৎ সঞ্জীব কুমারের সঙ্গে কাজ করছেন। এবং দুপুর ২টো থেকে মৌসম ছবির শুটিং হচ্ছে তখন। ছবির পরিচালক গুলজার সাহেব। এদিকে, শর্মিলা তখন এমন এক চরিত্রে অভিনয় করছেন যার জন্য তিনি মুখিয়ে আছেন। শট দেবেন বলে একেবারেই তৈরি। কিন্তু সঞ্জীব সাহেব এসে দাঁড়ালেন সন্ধ্যে ৮টা নাগাদ। তারপর...
সঞ্জীব প্রসঙ্গে শর্মিলা..
রেগে তখন আগুন অভিনেত্রী। একবারও মাথায় নেই যে সামনে গুলজার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি, সঞ্জীব কুমার কে দেখেই বেজায় চটলেন। শুধু তাই নয়, যা মুখে এসেছিল সেটাই বলে বসেছিলেন। তিনি বলেন, "আমি ২টো থেকে রেডি হয়ে বসে। উনি এলেন ৮টা নাগাদ। তারপর? আমি আর থেমে থাকি নি। আমি তো বাঙালি না, মুখে যা এসছিল তাই বলে বসেছিলাম। গুলজার সাহেব বলছিলেন, রিঙ্কু থেমে যাও। আমি কী করতে থামব? আমি যা মুখে এসেছিল তাই বলেছিলাম। তারপর আমি উনার সঙ্গে কথা বলিনি। কোনও শুটিংয়ে বলিনি। এরপর একদিন আন্ধি দেখলাম। আমার দারুন লাগল। আমি পরের দিন উনার ঘরের সামনে গিয়ে বললাম, যে আপনি এত ভাল কাজ করেছেন, আপনার সঙ্গে আমি হাত মেলাতে চাই, এবং আপনাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু, আপনি যদি দেরি করে আসেন, তাহলে আমায় বলে দেবেন। এরম বেয়াদপি করবেন না। বলে দিলে আমিও প্রস্তুত থাকব।"
এই সমস্ত গল্প তিনি বলেছিলেন কপিল শর্মার শোয়ে এসে। আরও তাঁকে নিয়ে মনোজ বাজপেয়ী বলে বসেন আরেক ঘটনা। শর্মিলা, রেগে গিয়ে তাঁকে বকা দিয়েছিলেন। শুধু বকা বললে ভুল হবে, তাঁকে কী বলেছিলেন শর্মিলা? মনোজ বাজপেয়ীকে নাকি শর্মিলা বলেছিলেন, তোমায় আমি মেরেই ফেলব। তাঁর কথায়, "আমি উনার জন্য একটা গান গাইতাম। সব রেডি, লাইট ঠিক হত যখন সেটে। একদিন এরম গাইছি, উনি বললেন, মনোজ আর একবার যদি গাও! তোমায় মেরে ফেলব আমি। এরপরই তিনি হেসে ওঠেন। যদিও এই মন্তব্যে শর্মিলা যুক্তি দেখান। তিনি বলেন... "না না! আমি ওকে বকিনি কোনোদিন। কিন্তু, হ্যাঁ! আমি হয়তো কিছু পড়ছি সেটে, ডায়লগ মনে করার চেষ্টা করছি, তখন ও গান গাইছে, বলুন আপনারা?"