জীবনের প্রায় অনেকটা পথ পার করে ফেলেছেন শর্মিলা ঠাকুর। অভিনয়ের পাশাপাশি অনেককিছুই দেখেছেন। পাতৌদির সঙ্গে সংসার বাঁধার পর অভিনেত্রীকে কতকিছুই শুনতে হয়েছিল।
কিন্তু... তাতে কিছুই পাল্টায় নি। বরং প্রাক্তন ভারত অধিনায়ককে বিয়ে করে অনেক বদল এসেছিল তাঁর। আর আজ এতবছর পরেও সেই প্রেম অটুট। তিনি অনেকদিন হল হাত ছেড়েছেন শর্মিলার। কিন্তু, বিয়ের আগে নিকাহনামায় ঠিক কী লেখা ছিল আজও এমন আছে অভিনেত্রীর।
এক তো তিনি বলেছিলেন, তাঁদের বিয়েতে কোনরকম জুতো চুরি এসব হয়নি। বাঙালিরা কিছুই চুরি করে না। তারপর আবার তিনি এও জানিয়েছিলেন, স্বামী হিসেবে সবসময় সাপোর্ট পেয়েছেন পাতৌদির কাছ থেকে। এমনকি, শর্মিলার বিকিনি পরা ছবি দেখেও নাকি একদম শান্ত ছিলেন ক্রিকেটার। পাশাপাশি তাঁকে সাবাসী পর্যন্ত দিয়েছিলেন।
কিন্তু, এখানেই শেষ না। বিয়ের আগে তাঁদের নিকাহনামায় কী উল্লেখ ছিল সেকথা একেবারেই ভোলেননি তিনি। শর্মিলা বলেন, আমাদের নিকাহনামাতে উল্লেখ ছিল যে কোনোভাবেই ক্রিকেট জনিত আলোচনা এবং কথা আমাদের বিয়ের মধ্যে আসবে না। তাই, ক্রিকেট নিয়ে মন্তব্য করার আমি চেষ্টাও করি না।
উল্লেখ্য, গুলমোহর দিয়ে আবারও বিনোদন জগতে ব্যক করেছেন শর্মিলা। এরইমধ্যে বাংলদেশে থেকে কলকাতায় তাঁকে দেখা যাচ্ছে সিনে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করতে।