Saif-Kareena AI Pic: বুধবার মধ্যরাতে সইফের উপর হামলার ঘটনায় উত্তাল বিনোদন দুনিয়া। মায়ানগরী মুম্বইয়ে যে তারকারা একেবারেই নিরাপদ নয়, সেটা যেন আরও একবার প্রমাণ করে দিল পতৌদি প্যালেসে নবাবের উপর এই হামলা। শাহরুখ-সলমানকে খুনের হুমকি, ভাইজানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা তো আগেই ঘটেছে। কিন্তু, হাইপ্রোফাইল স্টারের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় সকলেই স্তম্ভিত। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে বন্ধুবান্ধব প্রত্যেকেই সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করছেন।
তাঁকে হাসপাতালেও দেখতে এসেছেন অনেকেই। ঘটনার প্রায় তিন-চারদিন পর এক্স হ্যান্ডেলে সইফের সুস্থতা কামনা করলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। হাসপাতালের বিছানায় শুয়ে সইফ আর পাশে রয়েছেন স্ত্রী করিনা, AI দ্বারা ব্যবহৃত এমনই একটি ছবি ব্যবহার করেছেন শত্রুঘ্ন।
সইফের উপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, 'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা।' সইফ পত্নী করিনার প্রতিও সহানুভূতিশীল মনোভাব পোষণ করেছেন। এক্স হ্যান্ডেলে শেয়ার করা পোস্টে শত্রুঘ্ন সিনহা লেখেন, 'আমাদের সকলের প্রিয় সইফের উপর এই ভয়াবহ হামলা অত্যন্ত দুঃখজনক। ভগবানকে ধন্যবাদ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমার সর্বকালের পছন্দের অভিনেতা রাজ কাপুর, করিনা কাপুর ও পুরো পরিবারের প্রতি সহানুভূতি রইল।'
সইফের উপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঘটনার প্রেক্ষিতে সুর চড়িয়ে শত্রুঘ্ন লিখেছেন, 'এই দোষারোপ (blame game) বন্ধ করুন। পুলিশ তাঁদের কাজ খুব ভালভাবে করছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দয়া করে বিষয়টাকে জটিল করবেন না। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। আর খুব ভালভাবেই হবে।'
উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও একনাথ সিন্ধের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, 'আপনাদেরকে অনেক ধন্যবাদ। সইফ আলি খান একজন প্রতিভাবান, পদ্মশ্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।' তবে পোস্টে তিনি কেন সইফিনার AI ছবি ব্যবহার করলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।
পোস্টের কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন, 'স্যার, সইফ-করিনার AI ছবি ব্যবহার করার কী দরকার ছিল?' কারও মতে আবার, 'এই ছবি ব্যবহারের নেপথ্যে কী কারণ?' ওই পোস্টেই সইফের এক অনুরাগী লিখেছেন, 'আশা করি সইফ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।' শত্রুঘ্নকে এক্স হ্যান্ডেলে একজন প্রশ্ন করেছেন,'হাসপাতালের ছবি আপনি কেন ব্যবহার করলেন?'