Advertisment

Shaunak Sen: ম্যালিগন্যান্ট টিউমারের জন্য বাদ কিডনির একাংশ, কেমন আছেন অস্কারে মনোনীত ছবির বাঙালি পরিচালক?

Shaunak Sen Malignant Tumour : গত বছর প্রাথমির স্টেজে ধরা পড়েছিল কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার। অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন All That Breathes-এর পরিচালক শৌনক সেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ম্যালিগন্যান্ট টিউমারের জন্য বাদ কিডনির একাংশ

ম্যালিগন্যান্ট টিউমারের জন্য বাদ বাঙালি পরিচালকের কিডনির একাংশ

Shaunak Sen Health Update: বছরের শুরুতে মায়ানগরীতে বিপদের ছায়া। নিজের বাড়িতেই সইফ আলি খানের উপর হামলা চালায় দুষ্কৃতী। এখন অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ছোটে নবাব। সব খারাপের মাঝেও রয়েছে কিছু ভাল খবর। বিশিষ্ট বাঙালি পরিচালক যার ছবি অস্কারে মনোনীত হয়েছিল তিনি জীবনের একটা বড় বিপদ থেকে মুক্ত হলেন। তিনি নান আদার দ্যান All That Breathes-এর পরিচালক শৌনক সেন। কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার ছিল শৌনকের।

Advertisment

২০২৪-এ চিকিৎসা শুরু হয় তাঁর। এখন তিনি সম্পূর্ণ ক্যানসার মুক্ত বাঙালি পরিচালক শৌনক সেন। ইনস্টাগ্রামে নিজেই সেই কথা জানিয়েছেন। হাসপাতাল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সৌনক। তাঁকে দেখতে এসেছিলেন মীরা নায়ার ও তিলোত্তমা সোম।

Advertisment

পরিচালক শৌনক সেন তাঁর পোস্টে লিখেছেন, 'একটা অদ্ভুত আপডেট দিচ্ছি। অক্টোবরের শেষের দিকে রুটিন চেকআপ করতে গিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, যখন জানতে পারলাম কিডনিতে একটা ছোট ম্যালিগন্যান্ট টিউমার আছে। ডিসেম্বর থেকে আমার চিকিৎসা শুরু হয়। আমার কিন্তু কিডনিতে কোনও সমস্যা ছিল না। বংশানুক্রমেও এই রোগের কোনও অস্তিত্ব আমাদের পরিবারে নেই। তাছাড়া আমি মদ-সিগারেট কিছুই খাই না। আমাকে সেই মুহূর্তেই অস্ত্রোপচারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। ২৬ ডিসেম্বর নেফ্রেক্টমি করে কিডনির একটি অংশ বাদ দেওয়া হয়।'

শৌনক আরও লেখেন, 'আমি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। আচমকা টিউমার ধরা পড়ার বিষয়টা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ। একদম প্রাথমিক স্টেজে ধরা পড়েছে। সেই জন্যই অস্ত্রোপচারও সফল হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।' বিগত বেশ কয়েক মাস শারীরিক সমস্যার কারণেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন সৌনক।

দুর্গাপুজো থেকে দীপাবলি, ক্রিসমাস থেকে নববর্ষ সবটাই কেটেছে হাসপাতালের বিছানায়। জীবনের কঠিন সময়ে যাঁরা পাশে থেকেছেন, যে বন্ধুরা তাঁকে সাহস জুগিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌনক। ২০২৩-এ সৌনকের নির্দেশনায় তৈরি ডকুমেন্টারি All That Breathes ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিল। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হেরে গেলেও জীবনযুদ্ধে জিতে ফিরলেন শৌনক। আগামীতে নতুন ছবি উপহারের অপেক্ষায় সিনেপ্রেমীরা। 

 

 

Oscar oscar nominatrions Shaunak Sen
Advertisment