Bollywood - Entertainment News: শেফালি জারিওয়ালার মৃত্যুর পর থেকে নানা আলোচনা বলিপাড়ায়। এমন একজন ফিট এবং ফাইন অভিনেত্রী তিনি হঠাৎ করে চলে যাবেন কিন্তু কেউ জানতেও পারবেন না, তাঁর থেকেও বড় কথা, এমন অদ্ভুত মৃত্যু, যা নিয়ে কেউ কোনোদিন ভাবতেও পারেননি, সেই কাণ্ডই এখন সর্বত্র আলোচনার শীর্ষে। নিজেকে সুন্দরী রাখতে অভিনেত্রী নানা ট্রিটমেন্টের দ্বারস্থ হয়েছিলেন। এমনকি, খাবার দাবার নিয়েও তিনি বেশ কিছু ফর্মুলা মেনে চলতেন। শেফালী ঠিক কী কারণে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, তা এখনও অধরা। কিন্তু, তাঁর বন্ধু রেশমি...
রেশমী দেশাই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এবং দীর্ঘদিন বেশ কিছু সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। বিগ বসের ঘরেও তিনি শেফালির সঙ্গে একই সিজনে ছিলেন। কিন্তু, সেদিন শেফালি চলে যাওয়ার পর রেশমি যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না। বন্ধুকে শেষ বিদায় দিতে তিনিও হাজির হয়েছিলেন। কিন্তু, তাঁকে দেখে মনে হচ্ছিল, হয়তো বা খেই হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবরটা হজম করতেও বেশ সময় লেগেছিল তাঁর। কিন্তু, আশেপাশের মানুষদের সঙ্গে কী হচ্ছে, সেই নিয়েই এবার আওয়াজ তুলেছেন তিনি। মানুষের নিজের জীবনে অনেক কিছুই ঘটতে থাকে। সেই কারণেই তারা আশেপাশের মানুষদের খোঁজ নিতে পারেন না।
রেশমী সমাজ মাধ্যমে একটি ভিডিওতে সেই কথাই জানিয়েছেন। তাঁকে কেন সমাজ মাধ্যমে নানা কথা শোনানো হচ্ছে, সেই নিয়েই প্রশ্ন করেছেন তিনি। তিনি একটি ভিডিও বানিয়েছেন, যেখানে জানিয়েছেন এমনিতে ঠিক থাকলেও নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। শারীরিক সমস্যায় আক্রান্ত থাকলেও, আশেপাশে যা ঘটছে সেই নিয়েই তিনি ভীষণ উদ্বিগ্ন। অভিনেত্রী, নিজেই জানালেন কেন এই ভিডিও করছেন তিনি জানেন না, তবে তাঁর ইচ্ছে হল করতে সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রী বলছেন, "শেষ এক সপ্তাহ ধরে আমার জীবনে অনেককিছু চলছে। কত কিছুর মধ্যে দিয়ে যে যাচ্ছি, সেকথা বলে বোঝাতে পারব না। জানি না কেন এই ভিডিওটা করছি। আমার স্বাস্থ্যের একটু সমস্যা হচ্ছে। যদিও একেবারেই ঠিক আছি। ভয়ের কিছুই নেই। তবে, বেশ কিছু ক্যাজুয়ালটি আমায় ঘিরে ধরেছে। বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছি। জানি না কেন হচ্ছে এসব। আমি জানি না কেন মানুষ আমায় এত জাজ করছেন। কোনও কারণ নেই কিন্তু। তবে, একটা বিষয়, আমি যাদেরকে চিনি, তাঁরা কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সেই সম্পর্কে জানি না। কেন জানি না আমার কাছে এটাই প্রশ্ন। আমার সঙ্গে সেটাই হচ্ছে। যাদের আমি কাছের মনে করি, কিংবা যারা আমার খুব কাছের, তাঁরা এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে আমি কিন্তু জানি না। তাঁর একটা কারণ অবশ্য আমি নিজেও নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এটা কী ঠিক?"
শেফালি চলে যাওয়ার পর থেকেই তিনি মন থেকে খুব ভারাক্রান্ত। শুধু তাই নয়, তিনি বেশ ঘেঁটে আছেন। এই ভিডিও যে তিনি শেয়ার করেছেন, সেখানে তিনি এও লিখেছেন যে, "আজকে মনটা খুব ভার হয়ে আছে।"